RE: পহেলা বৈশাখ কে ঘিরে ছোটবেলার মজার কিছু স্মৃতি।
বৈশাখী মেলা বসা যে মেলাগুলোতে সাধারণত নাগরদোলা, মাটির পুতুল, বিভিন্ন গ্রামীণ সব জিনিসপত্র দেখা যায, এছাড়া ও দোকানগুলো সেজে ওঠে নতুন সাজে পুরনো সব দেনা পাওনার হিসেব চুকিয়ে নতুন করে হালখাতা খোলা হয়, গ্রাম গঞ্জের বাড়িগুলোতে নতুন ধানের আগমন ঘটে রান্না করা হয় বিন্নি চালের পায়েস।
ভাইয়া আপনার লেখাগুলো পড়ে ছোটবেলায় সেই মেলায় ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে গেল। মাটির পুতুল বা খেলনা কেনা, নাগরদোলায় ওঠা সবকিছুই আজ অনেক বেশি মনে পড়ছে। এছাড়াও পহেলা বৈশাখে দেখা যেত দোকানে দোকানে হালখাতা শুরু হতো। বাবার সাথে সাথে হালখাতায় যেতাম। আপনার লেখা পড়ে আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে বারবার। আগের সেই সময়গুলো এখন আর নেই। এখন সবকিছু বদলে গেছে। অনেক সুন্দর করে আপনি আপনার শৈশবের স্মৃতি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।💖💖💖