তোমায় কি লিখবো প্রিয়তমা ?
দেখতে বড্ড ইচ্ছে করে, কেমন রয়েছে তুমি আমা বিহনে ?
শেষ কবে তুমি খোঁপায় গুঁজেছ একটি রক্ত গোলাপ ?
প্রিয়তমা, আমায় দেখাবে?
আপনার লেখা কবিতা যতই পড়ি ততই মুগ্ধ হয়ে যাই। দাদা আপনার কবিতার মাঝে মিষ্টি প্রেমের সেই ব্যাকুলতা আমার খুবই ভালো লাগে। আপনার কবিতার প্রতিটি লাইনের মাঝে মিশে আছে মনের অগোচরে লুকানো সেই আবেগ ও ভালোবাসা। আপনি অনেক সুন্দর ভাবে আপনার প্রিয় মানুষটির জন্য কবিতা লিখেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি কবিতা লিখে সকলের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।💖💖💖