RE: আমার বাংলা কবিতা "অপেক্ষায় কাটে দিন, কাটে রাত"
সিক্ত করো হৃদয়, রিক্ত করে দিও না আমায় ।
তোমার ভালবাসার রঙে রাঙিয়ে দাও,
ভরিয়ে দাও এ শূন্য হৃদয়।
ভালোবাসার ব্যাকুলতা আপনার এই কবিতার বহিঃপ্রকাশ। অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা। ভালোবাসায় সিক্ত হতে চায় সেই প্রেমিক হৃদয়। মনের অগোচরে লুকানো ভালোবাসার সেই শূন্যতা আজ পূর্ণ করে দিতে খুঁজে সেই প্রিয় মানুষটির ভালোবাসার রং। ভালোবাসার ডালি সাজিয়ে যখন কোন প্রেমিক হৃদয় বসে থাকে তার প্রিয়ার প্রতীক্ষায় তখন সেই প্রিয়া নিজেকে গুটিয়ে রেখেছে নিজের মত করে। তবুও আমরা ভালোবাসি এবং ভালোবেসে যাব। দাদা আপনি সবসময় দারুন কবিতা লিখেন এটা আমরা সকলেই জানি। আপনার কবিতাগুলো যখন পড়ি তখন কবিতার গভীরতার মাঝে নিজেকে হারিয়ে ফেলি। নিজেকে হারিয়ে আজ ভালোবাসার রং তুলিতে নতুন স্বপ্ন সাজাই। শূন্য হৃদয়ে ভরে দিতে হয়তো সেই মানুষটি কোন একদিন ফিরে আসবে। হয়তো সেই অপেক্ষার প্রহর একদিন শেষ হবে। তবুও তো অপেক্ষায় কাটে দিন ও কাটে সেই গভীর রাত। ঘুমহীন দুটি চোখ তার প্রতীক্ষায় বসে থাকে। কখন সে এসে শূন্য হৃদয় ভরিয়ে দেবে। হৃদয়ের শূন্যতাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেবে। অসাধারণ একটি কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেইসাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।