আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি
@shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি ভ্রমণ পোস্ট শেয়ার করবো। মেলায় ভ্রমণের বিশেষ একটি পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করবো। আর এই পর্বে আমি বিভিন্ন রকমের আচারের দোকান গুলো উপস্থাপন করবো। আশা করছি মেলায় ভ্রমণের এই পোস্ট সবার ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।
মেলায় ভ্রমণ (পর্ব ৭):
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
মেলায় ভ্রমণ করতে খুবই ভালো লেগেছে। মেলায় ভ্রমণের কয়েকটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে ভাবলাম একটি নতুন পর্ব নিয়ে হাজির হবো। মেলায় ভ্রমণের এবারের পর্বে আমি বিভিন্ন রকমের আচারের দোকান গুলো সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো। মেলায় গেলে সর্বপ্রথম চোখে পড়ে আচারের দোকান। মেলার প্রধান ঘটকের কাছেই এই আচারের দোকানগুলো। মেলায় ঢুকতেই আচারের দোকানগুলো আগে সবার নজরে পড়ে। লোভনীয় সব আচার গুলো সাজিয়ে রাখা হয় দোকানে।
Cemera: Oppo-A12.
Location
Cemera: Oppo-A12.
Location
আচার খেতে সবাই কমবেশি পছন্দ করে। বিশেষ করে মেয়েরা হয়তো আচার খেতে বেশি পছন্দ করে। তবে এত লোভনীয় আচার দেখলে কিন্তু যে কারো খেতে ইচ্ছে করে। প্রথমে যখন আমি মেলায় গিয়েছিলাম তখন ঘুরে ঘুরে সবকিছুই আগে দেখছিলাম। আর আচারের দোকান গুলো যখন সামনে চলে এলো তখন তো ছবি তুলতে গিয়েও আর তুলতে পারছিলাম না। তবে এত এত লোভনীয় আচার একসাথে দেখবো এটা ভাবতেই পারিনি।
Cemera: Oppo-A12.
Location
আচারের দোকানগুলোতে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। বরই, আম, জলপাই তেঁতুল থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। আর সবগুলো আচার দেখতে খুবই আকর্ষণীয় এবং লোভনীয় লাগছিল। এত এত আচার একসাথে দেখে তো আমারও আচার খেতে ইচ্ছে করছিল। তবে বুঝতে পারছিলাম না কোন আচারটা কিনবো। কারণ এই ধরনের আচারগুলো কেনার অভিজ্ঞতা আমার খুবই কম। তবে ভাবলাম দোকানে যেহেতু যাওয়া হয়েছে তাই কিছু একটা কিনলে মন্দ হবে না।
Cemera: Oppo-A12.
Location
ঘুরে ঘুরে যখন আচারের দোকান গুলো দেখছিলাম তখন দেখতে পেলাম সবাই রসুনের আচারটা বেশি কিনছে। রসুনের আচার অনেক আগে একবার খেয়েছিলাম। তবে কেন জানি আমার মনে হল রসুনের আচারটা খেতে ভালো লাগবে। তাই আমি অল্প কিছু পরিমাণে কিনেছিলাম। কারণ বেশি করে কিনে যদি খেতে না পারি তাই বেশি কেনা হয়নি। এমনিতেই আচার খেতে আমি খুব একটা যে পছন্দ করি তেমনটা নয়। তবে দেখলে মাঝে মাঝে একটু একটু খেতে ইচ্ছে করে।
Cemera: Oppo-A12.
Location
তবে আমি একটি জিনিস খেয়াল করলাম আচারের দোকানে বিক্রি অনেক বেশি ছিল। যারা পাশ দিয়ে যাচ্ছিল তারাই সেখানে গিয়ে আচার কিনেছিল। কিন্তু পরিমাণের তুলনায় আচারের দাম অনেক বেশি নিচ্ছিল। মেলায় সবকিছুর দাম কম হলেও খাবারের সেকশনগুলোতে দেখলাম দাম অনেক বেশি। আচারের দোকানেও এই বিষয়টা লক্ষ্য করলাম। সবাই যেহেতু আচার কিনছে তাই আচারের দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে।
তো বন্ধুরা মেলায় ভ্রমণের এবারের পর্ব আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না। আশা করছি মেলায় ভ্রমণের এবারের পর্ব সবার ভালো লেগেছে। আর মেলায় ভ্রমণের এবারের পর্ব আপনাদের ভালো রাখলে আবারও নতুন কোন পর্ব নিয়ে হাজির হবো।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আগে আপনার মেলায় ভ্রমণের কয়েকটা পর্ব দেখেছিলাম। আজকে আরো একটা পর্ব দেখে ভালো লাগলো। মেলায় বিভিন্ন রকম আচারের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দেখে ভালো লাগলো। মেলায় অনেক রকম ঐতিহ্যবাহী খাবার গুলো পাওয়া যায়। অনেক রকমের আচার রয়েছে দেখছি। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
মেলায় ভ্রমণের এর আগের পর্ব দেখেছেন জেনে ভালো লাগলো। আজকের পর্বে আমি লোভনীয় সব আচারের ছবিগুলো তুলে ধরেছি আপু।
মেলায় ভ্রমণ করতে আমারও ভীষণ ভালো লাগে।আপনি মেলায় ভ্রমণের অভিজ্ঞতা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। সেই সাথে আচারের ফটোগ্রাফি ও শেয়ার করেছেন।যা দেখে ভীষণ লোভ লেগে গেল।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মেলায় ভ্রমণ করতে সবাই অনেক পছন্দ করে। আমিও দারুন সময় কাটিয়েছি এবং ফটোগ্রাফি করেছি।
মেলা ভ্রমণের খুব সুন্দর একটি পর্ব আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার চমৎকার এ পর্ব দেখে মুগ্ধ হলাম। আসলে মেলা ভ্রমন করতে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক কিছু খাওয়া যায় আবার অনেক বিষয়ে ধারণা লাভ করা যায়। তবে আমি এর আগে যেগুলো লক্ষ্য করতাম না এখন লক্ষ্য করি মেলাতে বিভিন্ন প্রকার আচারের ব্যবস্থা থাকে। ঠিক তেমনি একটা ব্লক সাজিয়েছেন ভ্রমণ করে। অনেক অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।
মেলায় ভ্রমণের এবারের পর্ব দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম ভাই। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
এখন যে কোন মেলাতে গেলেই আচার দেখা যায়। আর তাদের কাছে সব ধরনের আচার পাওয়া যায়। এমন সুন্দর করে সাজিয়ে আচার গুলো দেখানো হয়, খেতেই মন চাই। যায়হোক খুব সুন্দর ফটোগ্রাফি ও বর্ণনা দিয়েছে। ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই যে কোন মেলাতে গেলেই আচারের দোকান দেখা যায়। আর আচারগুলো খেতেও ভালো লাগে।
আপনি মেলা ভ্রমন করেছেন এবং সেখান থেকে বেশ কিছু সুন্দর সুন্দর ফটো ধারণ করেছেন। আর সেই সমস্ত সুন্দর ফটোগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন আজকে। তবে এখানে লোভনীয় রেসিপি গুলো দেখে আমি খুবই খুশি হয়েছি। এজাতীয় আচার আমার খুব ভালো লাগে।
মেলায় ভ্রমণের সুন্দর এই ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। খাবার গুলো খুবই লোভনীয় ছিল।
আসলে মেলার মূল্য আকর্ষণ এই।লোভনীয় আচার।আসলেই আচার বিক্রি হয় বেশি কারণ এতো লোভনীয় আচার সামনে থাকলে না কিনে থাকা যায় না তাই সবাই আচার কিনে থাকে।আমার তো মেলার আচার না কিনলে চলেই না।আচার গুলো দামও অনেক।ধন্যবাদ ভাইয়া মেলায় ঘোরার ও আচারের ফটোগ্রাফি দিয়ে পোস্ট টি লিখে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
মেলায় আচারের দোকানে অনেক ভিড় দেখা যায়।আর আচার সবাই পছন্দ করে। আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো করার। মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।