DIY-পেপার কাটিং নকশা তৈরি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। পেপার কাটিং নকশা তৈরি করে আজকে আমি একটি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। এই ধরনের নকশাগুলো তৈরি করা আমার কাছে খুবই কঠিন কাজ মনে হয়। কিছুদিন আগে একটি পেপার কাটিং নকশা তৈরি করেছিলাম।আজকে ভাবলাম ভিন্ন ভাবে একটি পেপার কাটিং নকশা তৈরি করি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

পেপার কাটিং নকশা তৈরি:

IMG_20240914_190345.jpgCemera: Oppo-A12.


পেপার কাটিং নকশা তৈরি করতে বেশ ভালো লেগেছে। কিছুদিন আগে আমি পেপার কাটিং নকশা তৈরি করেছিলাম। তবে পেপার কাটিং নকশাগুলো তৈরি করতে গেলে সাবধানতা অবলম্বন করতে হয়। একটু যদি ভুল হয়ে যায় তাহলে সম্পূর্ণ নকশাটি নষ্ট হয়ে যেতে পারে। আমি এই ধরনের কাজগুলো করতে খুব একটা পারদর্শী নই। তবুও হঠাৎ করে কেন জানি পেপার কাটিং নকশা তৈরি করতে ইচ্ছে করলো। ছোটবেলায় বিভিন্ন রকমের নকশা তৈরি করতাম আর সাজিয়ে রাখতাম। তাই আমি এই পেপার কাটিং নকশাটি করেছি আর সাজিয়ে রেখেছি।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

• কাগজ।
• কেঁচি।
• কলম।

IMG20240914104917.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ:

ধাপ-১:

IMG20240914105303.jpgCemera: Oppo-A12.


পেপার কাটিং নকশা তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়ে ভাঁজ করেছি।

ধাপ-২:

IMG20240914105922.jpgCemera: Oppo-A12.


এবার লম্বা করে আরো কিছু ভাঁজ করেছি এবং চিহ্ন তৈরি করেছি।

ধাপ-৩:

IMG20240914110036.jpgCemera: Oppo-A12.


এবার পেপারের নকশাটি সুন্দর করার জন্য আরও ভাঁজ করেছি।

ধাপ-৪:

IMG20240914110325.jpgCemera: Oppo-A12.


এবার পেপার কাটিং নকশাটি স্টার আকৃতির করার জন্য আরো ভাঁজ করেছি।

ধাপ-৫:

IMG20240914110858.jpgCemera: Oppo-A12.


নকশাটি সুন্দর করে উপস্থাপন করার জন্য আবারও ভাঁজ করেছি।

ধাপ-৬:

IMG20240914111109.jpgCemera: Oppo-A12.


পেপারের নকশাটি যেন সুন্দর লাগে সেজন্য সুন্দর করে ভাঁজ সমান করে নিয়েছি।

ধাপ-৭:

IMG20240914111140.jpgCemera: Oppo-A12.


এবার পেপার কাটিং করার জন্য কাগজটি প্রস্তুত করে নিয়েছি।

ধাপ-৮:

IMG20240914111248.jpgCemera: Oppo-A12.


এবার সমান করে কেটে নিয়েছি যাতে নকশা তৈরি করতে সুবিধা হয়।

ধাপ-৯:

IMG20240914111652.jpgCemera: Oppo-A12.


এবার কলম দিয়ে দাগ দিয়েছি। যাতে নকশা তৈরি করতে সুবিধা হয় এবং দেখতে ভালো লাগে।

ধাপ-১০:

IMG20240914112129.jpgCemera: Oppo-A12.


এবার খুবই সাবধানতার সাথে পেপার কাটিং করে নিয়েছি। এই কাজটি করতে আমার অনেক সময় লেগেছে।

উপস্থাপন:

IMG_20240914_190413.jpgCemera: Oppo-A12.


পেপার কাটিং হয়ে গেলে ধীরে ধীরে ভাঁজ খুলে নিয়েছি আর সুন্দর করে উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি। পেপার কাটিং নকশা তৈরি করতে খুবই ভালো লেগেছে। তবে একটু সময় লেগেছে। প্রথমে তো ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে। যেহেতু এরকম ভাবে পেপার কাটিং আগে করিনি তাই প্রথমে খুবই ভয় লাগছিল। পেপার কাটিং নকশাটি যখন করা হয়ে গেছে তখন আপনাদের মাঝে উপস্থাপনের করার জন্য কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো বন্ধুরা আমার শেয়ার করা পেপার কাটিং নকশা আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 2 months ago 

ছোট বেলায় আমিও কাগজ কেটে বিভিন্ন ডিজাইন করে ঘর সাজাতাম। আর এ ধরনের কাগজ কেটে ডিজাইন করার ক্ষেত্রে কাগজের ভাঁজ ও কাটা বেশ গুরুত্বপূর্ণ। একটু ভুল হলে সম্পূর্ন কাজই নস্ট হতে পারে। তবে আপনার কাগজের ডিজাইনটি বেশ ভালো হয়েছে। সুন্দর লাগছে ডিজাইনটি। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

ছোটবেলায় আপনিও কাগজ কেটে ডিজাইন করে ঘরে সাজাতেন জেনে খুবই ভালো লাগলো আপু। একটু ভুল হলে সত্যিই একদম নষ্ট হয়ে যায়।

 2 months ago 

বাহ! আপনি তো খুব সুন্দর একটা নকশা তৈরি করেছেন। ঠিক বলেছেন, কাগজ কাটতে একটু সাবধানে কাটতে হয়। কারণ একটু অসাবধানতার সাথে কাটলে পুরো নকশাটা নষ্ট হয়ে যাবে। আর এই কাগজটা কাটতে আসলেই সময় লাগে। আপনি খুব সুন্দর ভাবে নকশাটা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমার তৈরি করা কাগজের নকশা আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ঠিক বলেছেন আপু একটু অসাবধানতার জন্য নষ্ট হয়ে যেতে পারে।

 2 months ago 

এই নকশা গুলো তৈরি করা খুবই কষ্টকর।কিন্তু তৈরি করার পর দেখতে বেশ আকর্ষণীয় লাগে।আপনি বেশ সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার কাছেও মনে হয় এই নকশাগুলো তৈরি করা খুবই কষ্টকর। কিন্তু তৈরি করার পর অনেক সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 months ago 

খুব সুন্দর একটি পেপার কাটিং করে আমাদের দেখিয়েছেন ভাইয়া। পেপার কাটিং এর এই নকশা গুলো আমার ভালো লাগে। বিভিন্ন জনের লক্ষ্য করে দেখি বিভিন্ন রকমের পেপার কাটিং করে দেখায় আমাদের। এগুলো বেশি দারুন দারুন পেপার কাটিং শেখার সুযোগ করে দেয়।

 2 months ago 

আমার এই পেপার কাটিং আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। পেপার কাটিং করতে খুবই ভালো লাগে আপু।

 2 months ago 

সাদা কাগজের কাটিং চমৎকার সুন্দর হয়েছে। এই পেপার কাটিং গুলো খুব সাবধানের সাথে করতে হয় কারণ একটু ভুল হলেই পুরা কাটিংটি নষ্ট হয়ে যায়।চমৎকার সুন্দর হয়েছে আপনার পেপার কাটিং টি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

কাগজ কেটে নকশা তৈরি করতে অনেক ভালো লেগেছে। তবে খুবই সাবধানে কাজ করতে হয়েছে। একটু নষ্ট হলে আর ঠিক করা সম্ভব হবে না।

 2 months ago 

আপনার মত আমি নিজেও ছোটকালে পেপার দিয়ে বিভিন্ন নকশা তৈরি করতাম এবং সাজিয়ে রাখতাম। আজকে আপনি পেপার কাটিং করে চমৎকার নকশা তৈরি করেছেন। তবে এই নকশাগুলো আগে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত । খুব সুন্দর করে পেপার কাটিং নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

এইরকম পেপার কাটিং ডিজাইন গুলো দেখতে খুবই ভালো লাগে। এগুলো ডিজাইন করতে খুবই সহজ মনে হয়। তবে কাজ গুলো করতে কাগজের ভাঁজ সঠিক ভাবে ব্যবহার করতে হয়।তা নাহলে সব কিছু নষ্ট হয়ে যায়। যাইহোক সুন্দর হয়েছে আপনার পেপার কাটিং ডিজাইন টি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

পেপার কাটিং নকশাটি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। এই নকশাগুলো তৈরি করতে অনেক সময় লাগে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.18
JST 0.032
BTC 88358.62
ETH 3275.22
USDT 1.00
SBD 3.02