নাটক রিভিউ-আজকাল তুমি আমি||
আসসালামু আলাইকুম/নমস্কার
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। বাংলাদেশের নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। আজকে আমি চমৎকার একটি নাটক রিভিউ উপস্থাপন করতে চলে এসেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের নাটক রিভিউ পড়ে নেয়া যাক।
নাম | আজকাল তুমি আমি |
---|---|
পরিচালনা | মারুফ হোসেন সজীব |
প্রযোজক | রিয়াজ হাসান |
অভিনয়ে | খাইরুল বাসার, সাদিয়া আয়মান |
দৈর্ঘ্য | ৩৮ মিনিট |
মুক্তির তারিখ | ১৫ এপ্রিল ২০২৪ |
ধরন | ড্রামা |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
চরিত্রেঃ
- খাইরুল বাসার
- সাদিয়া আয়মান
নাটকের প্রথম দৃশ্যে দেখতে পাই একটি ছেলে রিক্সাওয়ালার মেকআপ নিচ্ছে। তার বন্ধুদের সাথে বাজি ধরে সে রিক্সা চালাবে। আর ছেলেটির নাম হল আবির। আবির বন্ধুদের সাথে বাজি ধরে আর রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। এরপর একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি তার বাসা থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এরপর মেয়েটি আবিরের রিকশায় উঠে পড়ে। কিছুদূর যাওয়ার পর মেয়েটিকে ভীষণ চিন্তিত মনে হয়। এরপর আবির জানতে চাইলে মেয়েটি বলে তার এসাইনমেন্ট করার লাস্ট ডেট সেদিন। আবির বলে সে যদি চায় তাহলে সে তাকে হেল্প করতে পারে। প্রথমে মেয়েটি অবাক হয়। তারপর রাজি হয়ে যায়।
আবির নিজের বুদ্ধি খাটিয়ে মেয়েটির এসাইনমেন্ট কমপ্লিট করে দেয়। এরপর মেয়েটি চলে যায়। এসাইনমেন্ট দেখে সবাই অনেক প্রশংসা করে। আর মেয়েটি আবারো আবিরকে খুঁজতে থাকে। এরপর আবার তাদের দেখা হয়। তখন মেয়েটি আবিরের কাছে তার সম্পর্কে জানতে চায়। আবির বলে তার নাম জসিম বন্ড। আবির নিজের পরিচয় লুকিয়ে উল্টাপাল্টা সব কথা বলে এবং বলে তার গ্রাম নদী ভাঙ্গনে বিলীন হয়েছে। মেয়েটি সব কিছুই বিশ্বাস করে।
অন্যদিকে মেয়েটিকে বাড়ি থেকে বিয়ের জন্য খুবই চাপ দেওয়া হচ্ছে। মেয়েটি চাচ্ছিল না অপরিচিত কাউকে বিয়ে করতে। এরপরে মেয়েটি আবিরের সাথে অর্থাৎ জসিমের সাথে দেখা করে। দেখা করার পর সে বলে সে খুবই সমস্যার মধ্যে পড়েছে। আর তার কাছে সাহায্য চায়। তখন জসিম বন্ড অর্থাৎ আবির বলে সে কিভাবে তাকে সাহায্য করতে পারে। তখন মেয়েটি বলে সে তার বাবা-মাকে বলবে সে একজন রিক্সাওয়ালাকে পছন্দ করে। আর তাদের সামনে নিয়ে যাবে। এরপর কিছুদিন পর বলবে সেই ছেলেটি তাকে ধোঁকা দিয়েছে।
এভাবে মেয়েটি তার বিয়ে পিছিয়ে দিতে চায়। প্রথমে জসিম বন্ড অর্থাৎ আবির রাজি হচ্ছিল না। এরপর মেয়েটির অনুরোধে রাজি হয়ে যায়। মেয়েটি তাকে জামা কাপড় কেনার জন্য কিছু টাকা দিতে চায়। কিন্তু আবির টাকাটা নেয় না। বলে সে সবকিছু ম্যানেজ করে নিবে। এবার আবির মেয়েটির বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মেয়েটির বাবা-মা তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে। মেয়েটি আবিরের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে দেখে একটি ছেলে গাড়ি নিয়ে এসেছে। আবিরকে দেখে তো মেয়েটি ভীষণ অবাক হয়ে যায়।
এবার আবিরকে নিয়ে যখন মেয়েটি তার বাবা-মায়ের সামনে যায় তখন আবির নিজের সম্পর্কে সবকিছুই বলে এবং বলে সে খুবই ধনী পরিবারের সন্তান এবং তার বাবা-মা দেশের বাইরে থাকে। এসব শুনে মেয়েটি তো অবাক হয়ে যায়। এরপর সেখান থেকে উঠে চলে যায়। তখন আবির তার পিছে পিছে যায় এবং তাকে বলে আসলে সে বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালিয়ে ছিল। কিন্তু সে সত্যি সত্যি মেয়েটিকে বিয়ে করতে চায়। কিন্তু মেয়েটি বিয়ে করতে চায় না। কারণ সে আবিরকে ভালোভাবে চেনে না। এরপর আবির একটি রিং বের করে মেয়েটিকে দেয়। কিন্তু তখন মেয়েটি বলে আংটিটা আমি রেখে দিলাম আগে ভালোবাসার পরীক্ষা দাও। এরপর নাটকটি শেষ হয়ে যায়।
ছদ্মবেশি একজন রিকশাচালক একটি মেয়েকে দেখে তার প্রেমে পড়েছিল। আর অন্যদিকে মেয়েটিও তার বাবা-মায়ের সামনে একজন ছেলেকে উপস্থাপন করতে চাচ্ছিল। দুজন মিলে প্ল্যান করেই সবকিছু করেছিল। কিন্তু আবির যে সত্যি সত্যি জসিম বন্ড নয় এটা মেয়েটি পরে জানতে পারে। গল্পটি খুবই দারুণ ছিল। নাটকটি ভালো লেগেছে আমার।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকাল তুমি আমি এই নাটকটি আমি দেখেছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালোবাসার এই সুন্দর নাটকটি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে রিভিউ করলেন। আপনার রিভিউ করে আরো ভালো লাগলো।
এই নাটকটি আপনি দেখেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। নাটকটি অনেক ভালো লেগেছে।
এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য। আর ঠিক তেমনি এখনো চেষ্টা করলাম। ভালো লাগলো এই রিভিউ টা।
ঠিক বলেছেন ভাইয়া নাটক রিভিউ পড়ে খুব সহজেই সব কিছু বুঝতে পারা যায়। আপনি নাটকের কাহিনী জানতে পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো।
ভালো লাগার মত একটা সুন্দর নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। আপনার নাটক রিভিউটা আমার কাছে খুব খুব খুব ভালো লাগলো। এ জাতীয় নাটকগুলো আমি এত পছন্দ করি তা বলে বোঝাতে পারবো না। আপনার মাধ্যমে নাটকটা দেখার একটু সুযোগ হল পরবর্তীতে সম্পন্ন দেখার চেষ্টা করব। সুন্দর নাটক রিভিউ করার জন্য ধন্যবাদ।
এই নাটকটি সত্যি ভালোলাগার মত একটি নাটক। নাটকের গল্পটি অনেক ভালো ছিল আপু। আপনি দেখতে পারেন নাটকটি।
আমি কিন্তু এই নাটকটি ডাউনলোড করেছি কিন্তু এখনো দেখা হয়নি। আজকে আপনার রিভিউ দেখে অনেক অবাক হয়ে গেলাম। কারণ না চাইতেও আজকে আপনার নাটকের রিভিউর মাধ্যমে নাটকটি দেখতে পারলাম। বেশ সুন্দর একটি নাটক। যাইহোক পরবর্তীতে সময় পেলে নাটকটি দেখে ফেলার চেষ্টা করব।
আপনি যেহেতু নাটকটি ডাউনলোড করে রেখেছেন তাই যখন সময় পাবেন তখন নাটকটি দেখবেন। নাটকটি খুবই ভালো লেগেছে আমার।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার এই রিভিউ পড়ে খুব ভালো লাগলো। বাংলা নাটক দেখতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
এই নাটকটি খুবই ভালো লেগেছিল তাই রিভিউ শেয়ার করে ফেলেছি আপু। চমৎকারভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আজ কাল তুমি আমি নাটকটি খুব সুন্দর। আপনার নাটকের রিভিউ দেখে খুব ভালো লাগলো। বেশ সুন্দর করে নাটকটি আমাদের মাঝে রিভিউ করছেন। নাটক গল্প এবং দৃশ্যপট খুবই অসাধারণ। এতো সুন্দর নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
নাটকের গল্পটি অনেক ভালো লেগেছে ভাই। তাই ভাবলাম সুন্দর করে রিভিউ শেয়ার করি। অনেক ধন্যবাদ আপনাকে।
আজকাল তুমি আমি নাটকটি আমি অনেকদিন আগেই দেখেছি ভীষণ ভালো লেগেছিল নাটকটি আমার কাছে। নায়ক তার বন্ধুর সাথে মজা করে রিক্সা চালাতে চায় আর তখনই নায়িকার সাথে পরিচয় হয়। এরপর থেকে নায়ক-নায়িকাকে অনেকভাবে সাহায্য করে এবং তাদের মধ্যে বিভিন্ন কথাবার্তা হয়। একদম শেষের দিকে নায়ক তার আসল পরিচয় নায়িকার বাবা-মা সহ নায়িকার সামনে তুলে ধরে। আপনার রিভিউ এর মাধ্যমে আজকে আবার নাটকটি দেখতে পারি ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
বন্ধুদের সাথে বাজি ধরে সে রিক্সা চালক সাজে। এরপর নায়িকার সাথে দেখা হয়ে যায়। মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
চমৎকার একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা নাটক রিভিউ টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।নাটকের গল্প টি অসাধারণ ছিল। বেশ মজারও ইন্টারেস্টিং ছিল। প্রথমে ছেলেটি রিকশাচালক সেজেছিল। মেয়েটি তাকে সত্যি সত্যি রিকশাচালক ভেবে তার বাবা-মায়ের কাছে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে জানতে পারে সে সম্রাট পরিবারের ছেলে। এরপর মেয়েটি সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর ছেলেটি তাকে সব সত্যি কথা বলে। দারুন ছিল নাটকের গল্পটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
এই নাটকের গল্পটি অনেক ভালো লেগেছে। ছেলেটি রিক্সা চালক সেজে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
নাটক দেখতে আমি অনেক পছন্দ করি। সব সময় আমি সময় পেলে নাটক দেখে থাকি৷ আজকে আপনি এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আজকে আপনি এই সুন্দর নাটক এর রিভিউ এখানে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে। একই সাথে এই নাটকের রিভিউ এর মধ্যে আপনি সবগুলো বিষয়কে এখানে ফুটিয়ে তুলেছেন যা পড়ে খুবই ভালো লাগছে৷