আর্ট-প্রাকৃতিক দৃশ্য আর্ট||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে খুবই ভালো লাগে। বর্তমানে ব্যস্ত থাকার কারণে আর্ট করার সময় হয় না। তবে মাঝে মাঝে আর্ট করার চেষ্টা করি। আজকে আমি সুন্দর একটি আর্ট করেছি। আর আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের আর্ট দেখে নেয়া যাক।
প্রাকৃতিক দৃশ্য আর্ট:
Cemera: Oppo-A12.
প্রাকৃতিক দৃশ্যের আর্ট করতে খুবই ভালো লাগে। রঙের মাধ্যমে যখন প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করি তখন খুবই ভালো লাগে। বিশেষ করে রংয়ের মাধ্যমে যখন নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি তখন আরো বেশি ভালো লাগে। মাঝে মাঝে যখন সময় পাই তখন রং তুলি নিয়ে বসি আর্ট করার জন্য। আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই ভাবলাম একটি আর্ট করি। ছুটির দিনগুলোতে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। অন্যান্য কাজের পাশাপাশি একটি আর্ট করেছিলাম। প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপন করেছি।
প্রয়োজনীয় উপকরণসমূহ:
- কার্টিজ পেপার।
- রং।
- তুলি।
- পানি।
Cemera: Oppo-A12.
ধাপসমূহ:
ধাপ-১:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এই আর্ট করার জন্য প্রথমে কাগজ নিয়েছি আর নীল রং দিয়েছি। এরপর হালকা রং দিয়েছি আর গোলাপী রং দিয়েছি।
ধাপ-২:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
আবারো হালকা রং দিয়েছি। এরপর হালকা নীল রং দিয়েছি।
ধাপ-৩:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার সুন্দর ভাবে একটি চাঁদ অঙ্কন করেছি। সাদা রঙ দিয়ে চাঁদ অঙ্কন করেছি।
ধাপ-৪:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার কালো রং দিয়ে কিছুটা অংশ অঙ্কন করেছি। এরপর একটি গাছ অঙ্কন করেছি।
ধাপ-৫:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
গাছের ডালগুলো সুন্দর করে অঙ্কন করেছি। এরপর কিছু পাতা অঙ্কন করেছি।
ধাপ-৬:
Cemera: Oppo-A12.
এবার চাঁদের আলো গুলো সুন্দর করে ছড়িয়ে দেওয়ার জন্য সাদা রং ব্যবহার করেছি।
ধাপ-৭:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এরপর নিচের দিকে কালো রং দিয়েছি এবং ঘাস অঙ্কন করেছি। ঘাস গুলো সুন্দর করে অঙ্কন করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। এভাবেই এই সুন্দর পেইন্টিং করেছি।
উপস্থাপন:
Cemera: Oppo-A12.
প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে খুবই ভালো লেগেছে। মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্য আর্ট করি। আর প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলি। রং এর মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে বেশি ভালো লাগে। তেমনি আজকেও একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছি। আর এই দৃশ্যটি আর্ট করে সবার মাঝে শেয়ার করতে ভালো লেগেছে। আমার এই আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না বন্ধুরা।
🥀ধন্যবাদ সকলকে।🌷
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্যের চিত্র অংকন করেছেন। এই দৃশ্যগুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার এই অংকন চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ আপনিতো দেখছি চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। প্রাকৃতিক দৃশ্য আমার কাছে দেখতে অনেক ভালো লাগে।আর প্রাকৃতিক দৃশ্যের আর্টগুলোও দেখতে ভালো লাগে।আজ আপনার প্রাকৃতিক দৃশ্যটি দেখেই বোঝা যাচ্ছে মনের সব মাধূরী মিশিয়ে আর্টটি করেছেন।
আপু আমি চেষ্টা করেছি সুন্দর করে পেইন্টিং করার। আপনার কাছে ভালো লেগেছে আর উৎসাহ মূলক মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
এই ধরনের পেইন্টিং গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং করতে পারলে আরো অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি পেইন্টিং করলেন প্রাকৃতিক দৃশ্যের। এত সুন্দর পেইন্টিং দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু পেইন্টিং গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং করতে পারলেও ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে পেইন্টিং করি।
আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন দেখছি। এরকম পেইন্টিং গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর পেইনটিং করতে পারছেন। আপনার আজকের করা এই পেইন্টিংটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো পেইন্টিং টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।
এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। কালার কম্বিনেশন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখতে পেরে। বিভিন্ন কালারের রং ব্যবহার করে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দারুন একটি চিত্র। এমন একটি সুন্দর চিত্র অঙ্কন করে দেখানোর জন্য ধন্যবাদ।
প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। তাই নিজের মতো করে পেইন্টিং করেছি। মন্তব্য প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ভাই আপনার প্রাকৃতিক দৃশ্যের আটটি খুবই চমৎকার হয়েছে ।দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম ।দেখে মনে হচ্ছে সত্যিকারের দৃশ্য ।বেশ ভালো লেগেছে আমার কাছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
প্রাকৃতিক সৌন্দর্যের পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
বেশ চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন ভাইয়া।আপনার করা পেইন্টিং টি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।খুবই নিখুঁত ভাবে পেইন্টিং টি উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার পেইন্টিং আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে অনেক খুশি হলাম। চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার।
আপনার প্রাকৃতিক সৌন্দর্যের আর্ট দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।আর্ট এর সাথে কালার কম্বিনেশন বেশ ফুটে উঠেছে।আপনি আর্ট এর ধাপগুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,ধন্যবাদ আপনাকে।
প্রাকৃতিক দৃশ্যের আর্ট করতে খুবই ভালো লেগেছে। আর আপনার মন্তব্য পড়ে খুশি হলাম আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
প্রকৃতি সবসময় আমাদের তার রুপবৈচিএ দিয়ে অবাক করে রাখে। প্রকৃতির এই সৌন্দর্য আরেকভাবে ফুটে উঠে শিল্পীদের তুলির ছোয়ায়। চমৎকার করেছেন আর্ট টা ভাই। প্রাকৃতিক দৃশ্যের আর্ট টা বেশ ভালো করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে।।তাই আমি নিজের মতো করে আর্ট করেছি ভাই। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।