নাটক রিভিউ-গ্রামের মামাতো বোন||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। বাংলাদেশের নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। সময় পেলে নাটক দেখি। আর আজকে আমি দারুণ একটি নাটকের রিভিউ শেয়ার করবো। যেই নাটকের গল্প গুলো ভালো লাগে সেই নাটকের রিভিউ গুলো শেয়ার করতেও ভালো লাগে। তো বন্ধুরা চলুন আমার নাটক রিভিউ পড়ে নেয়া যাক।


IMG_20240917_175208.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামগ্রামের মামাতো বোন
পরিচালনারুবেল হাসান
প্রযোজনারমেজবা উদ্দিন সুমন
সম্পাদনাইসমাইল হোসেন
অভিনয়েঅপূর্ব,মেহেজাবিন চৌধুরী ও আরো অনেকে
দৈর্ঘ্য৩৬ মিনিট
মুক্তির তারিখ১১ ই সেপ্টেম্বর ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • অপূর্ব
  • মেহেজাবিন চৌধুরী
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2024-09-17-14-59-07-89.jpg
Screenshot_2024-09-17-15-01-18-01.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের প্রথম সিনে দেখতে পাই শিউলি তার বাবার সাথে তার ফুপুর বাড়ি বেড়াতে এসেছে। আর পথের মধ্যে তার ফুফাতো ভাই রাজিবের সাথে দেখা হয়। এরপর তারা যখন বাড়িতে যায় তখন শিউলির ফুফু অনেক খুশি হয়। রাতের বেলায় পিঠার আয়োজন করা হয়। শীতের বেলায় পিঠা খেতে সবারই ভালো লাগে। তাই বসে বসে পিঠা বানানো দেখছিল শিউলি। চুপি চুপি রাজিবের দিকে তাকাচ্ছিল। রাজিব পিঠায় গুড় খেতে খুব একটা পছন্দ করেনা এটা বলছিল। তখন রাজিবের বেশ ভালো লাগে।


Screenshot_2024-09-17-15-11-07-09.jpg
Screenshot_2024-09-17-15-11-50-03.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


রাতের বেলায় রাজিব বাহিরে বের হয়ে দেখে শিউলি উঠানে দাঁড়িয়ে আছে। তখন জানতে চায় সে ঘুমায়নি কেন। শিউলি বলে তার ঘুম আসছে না। তাই হাঁটাহাঁটি করছে। রাজিব বলে তারও একই অবস্থা। তারপর দুজনে মিলে হাঁটতে বের হয়। এরপর একটি জায়গায় গিয়ে বসে পড়ে। তখন শিউলি বলে তার ঘুম না আসলে সে গান শুনে। এরপর এভাবেই কেটে যায় অনেক সময়। সকালবেলায় রাজিব তার বন্ধুর কাছে এই কথাগুলো বলছিল। তার বন্ধু বলে তুই কি শিউলিকে পছন্দ করিস? তখন রাজিব বলে সে শিউলিকে পছন্দ করে। কিন্তু শিউলি তাকে পছন্দ করে কিনা বুঝতে পারছে না।


Screenshot_2024-09-17-15-13-01-87.jpg
Screenshot_2024-09-17-15-14-07-42.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


রাজিব এবং তার বন্ধু প্ল্যান করে শিউলি এবং রাজিবের বোন তুলিকে নিয়ে ঘুরতে যায়। সেখানে যাওয়ার পর তুলি এবং রাজিবের বন্ধু শিউলি এবং রাজিকে সেখানে রেখে দূরে চলে যায়। আর তাদের কথা বলার সুযোগ করে দেয়। এরপর শিউলি জানতে চায় সে কাউকে পছন্দ করে কিনা। কারণ বাসা থেকে তার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। তখন রাজিব শিউলিকে মিথ্যা কথা বলে এবং বলে সে একজনকে পছন্দ করে। আর অন্য একটি মেয়ের ছবি দেখায় ।এটা দেখে শিউলি খুবই মন খারাপ করে।


Screenshot_2024-09-17-15-16-57-52.jpg
Screenshot_2024-09-17-15-18-13-10.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এরপর শিউলি মন মরা হয়ে বসেছিল। তখন রাজিব তার কাছে গিয়ে বলে আসলে সে মিথ্যা কথা বলেছে। আর সে তাকে পছন্দ করে। তখন শিউলি সেখান থেকে চলে যায়। এরপর যখন রাজিব ও শিউলি আবারও দেখা করে তখন শিউলি বলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তখন রাজিব বুঝতে পারে শিউলি তাকে পছন্দ করে। এরপর তারা অনেক সুন্দর সময় কাটাতে থাকে। হঠাৎ করে রাজিবের মা সবকিছু দেখে ফেলে। এরপর তিনি খুবই রাগারাগি শুরু করে। এমনকি শিউলির বাবাকে খুবই অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলে। শিউলি এবং তার বাবা রাজিবদের বাড়ি থেকে চলে যায়।


Screenshot_2024-09-17-15-21-54-97.jpg
Screenshot_2024-09-17-15-22-47-62.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


রাজিব শিউলিকে অনেক ভালোবাসে এবং তার মাকে সবকিছু জানায়। কিন্তু তার মা কিছুতেই তার ভাইয়ের মেয়ের সাথে রাজিবের বিয়ে দিতে চায় না। সে রক্তের সম্পর্কের মাঝে আত্মীয়তা করতে চায় না। রাজীব পরের দিন শিউলিদের বাড়িতে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে অনেক সময় কাটায়। এরপর শিউলির বাবা রাজীবকে বোঝানোর চেষ্টা করে এবং বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু রাজিব কিছুতেই বাড়ি ফিরে আসতে চায় না। রাজিবের মা সেখানে গিয়ে রাজিবকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে।


Screenshot_2024-09-17-15-23-54-83.jpg
Screenshot_2024-09-17-15-24-02-86.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


রাজিব আবারও ইতালি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবকিছু ব্যবস্থা করে ফেলেছে। এসব দেখে রাজিবের মায়ের খুবই কষ্ট হচ্ছিল। কারণ রাজিব তার মাকে বলেছিল সে শিউলিকে না বিয়ে করতে পারলে এই দেশে আর কখনোই ফিরবে না। রাজিব যখন সবকিছু নিয়ে বের হচ্ছিল তখন হঠাৎ করে দেখে শিউলির বাবা উঠোনে দাঁড়িয়ে আছে। এরপর রাজিবের মা বলে সে শিউলিকে মেনে নিয়েছে এবং তাদের ঘরের বউ করে নিয়ে আসবে। এরপর নাটকটি শেষ হয়ে যায় আর সুন্দর একটি সমাপ্তি ঘটে।


Screenshot_2024-09-17-15-25-44-00.jpg
Screenshot_2024-09-17-15-34-03-99.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


নাটকের গল্পটি দুষ্টু মিষ্টি প্রেমের গল্প ছিল। প্রথমে রাজিবের মা বিয়েতে রাজি হয়নি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত রাজিবের ভালোবাসার কাছে হার মেনে যায় এবং বিয়েতে রাজি হয়। গল্পের শেষের অংশটা অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ গল্পটাই বেশ দারুন ছিল। আমার খুবই ভালো লেগেছে। আপনারা সময় পেলে নাটকটি দেখতে পারেন।


ব্যক্তিগত রেটিং:

৮/১০

নাটকের লিংক



🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ভাই আপনি আজকে অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি। তবে মেহজাবিনের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব ভাই। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

এই নাটকটি আমার খুবই ভালো লেগেছিল। তাই রিভিউ উপস্থাপন করেছি। সময় পেলে নাটকটি দেখবেন।

 2 months ago 

অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী দুজনই আমার অনেক পছন্দের নায়ক এবং নায়িকা। আমার কাছে তাদের দুজনের অভিনয় অনেক ভালো লাগে। আপনি অনেক বেশি সুন্দর করে গ্রামের মামাতো বোন নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। দুজনে দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনীটা সম্পূর্ণ পড়ে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। রাজিবের মা তো কোনো রকমেই মেনে নিত না, যদি রাজিব শেষ পর্যন্ত এরকম ডিসিশন না নিত তাহলে। রাজিবের মা তাদের দুজনকে শেষ পর্যায়ে মেনে নিয়েছে, আর তাদের সুন্দর ভালোবাসা পূর্ণতা পেয়েছে দেখে অনেক ভালো লাগলো।

 2 months ago 

অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী আপনার পছন্দের জেনে ভালো লাগলো আপু। এই নাটকটিতে তারা দুজনেই দুর্দান্ত অভিনয় করেছিল আপু।

 2 months ago 

আসলে বাংলাদেশী এই অপূর্ব অভিনেতার নাটক গুলো দেখতে আমার এক কথা অসাধারণ লাগে। আমি এর আগে অপূর্বর অনেকগুলো নাটক দেখেছি। কিন্তু এই নাটকটা আমার এখনো দেখা হয়ে ওঠেনি। আপনি যেভাবে নাটকটার রিভিউ করেছেন তা পড়ে মনে হচ্ছে খুব শীঘ্রই নাটকটা দেখতে হবে।

 2 months ago 

আপনি বাংলাদেশের নাটক দেখেন জেনে অনেক ভালো লাগলো দাদা। অপূর্ব, মেহেজাবিন দুজনেই দুর্দান্ত অভিনয় করে।

 2 months ago 

অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। নাটক দেখি আমিও খুব পছন্দ করি। কারণ নাটকের মধ্যে রয়েছে হাসি আনন্দ বেদনা এবং শিক্ষনীয় বিষয়। যাইহোক আপনার নাটক রিভিউটা অসাধারণ। নাটকটা আমার দেখা ছিল না, চেষ্টা করব দেখার জন্য।

 2 months ago 

নাটক দেখতে আপনি পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো আপু। এই নাটকটি দেখতে পারেন আপু।

 2 months ago 

বাংলাদেশের নাটকগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে।কারন গ্রামের দৃশ্য ও বেশ শিক্ষণীয় হয়ে থাকে।অপূর্ব এর নাটক মাঝে মাঝেই দেখা হয়ে থাকে, আপনি সুন্দর রিভিউ করেছেন।সময় পেলে অবশ্যই এটা দেখবো,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বাংলাদেশের নাটক দেখতে আপনার কাছে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। এই ধরনের নাটক দেখতে আমারও অনেক ভালো লাগে।

 2 months ago 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটকগুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

এই নাটকটি দারুন একটি নাটক। সময় পেলে নাটকটি দেখতে পারেন ভাইয়া। আপনার কাছে ভালো লাগবে।

 2 months ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই সুন্দর নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি নাটকের মধ্যে ঘটে যাওয়া সবগুলো ঘটনাকে আপনার এই রিভিউ এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 92456.60
ETH 3136.76
USDT 1.00
SBD 3.21