অনুগল্প-হারিয়ে যাওয়া প্রেয়সী||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি অনুগল্প শেয়ার করবো। মাঝে মাঝে অনুগল্প লিখি। ভালো লিখতে না পারলেও প্রতিনিয়ত চেষ্টা করি। আজ আমি যেই অনুগল্প আপনাদের মাঝে শেয়ার করবো সেই অনুগল্পটির নাম দিয়েছি "হারিয়ে যাওয়া প্রেয়সী"।
অনুগল্প: হারিয়ে যাওয়া প্রেয়সী
স্বপ্নীল কলেজের নবীন বরণে একটি মেয়েকে দেখে প্রথমবারের মতো প্রেমে পড়েছিল। নাম না জানা অচেনা মেয়েটিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। কিছুক্ষণের অল্প দেখাতে হঠাৎ করে ভিড়ের মাঝে মেয়েটি হারিয়ে যায়। আর খুঁজে পায়নি তাকে। স্বপ্নীল মাঝে মাঝেই মেয়েটিকে খুঁজতো। নীল শাড়ি পরা মেয়েটির মায়াবী মুখের ছবি তার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। বুঝতে পারছিল না কি করে তাকে খুঁজে পাবে। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। স্বপ্নীল তার হৃদয়ে তার হঠাৎ দেখা প্রেয়সীর জন্য স্বপ্ন বুনেছিলো। মনের মাঝে ভালোবাসা তৈরি করেছিল।
জীবনের প্রথম ভালোবাসা নাকি কখনো ভোলা যায় না। স্বপ্নীলের ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। স্বপ্নীল চাইলেও তাকে ভুলতে পারছিল না। বারবার মনে পড়ে যাচ্ছিল। স্বপ্নীল কেন জানি আনমনে তাকে খুঁজে বেড়াতো। ভিড়ের মাঝেও তার দুটো চোখ যেন শুধুই ওই মেয়েটিকে খুঁজতো। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ একদিন স্বপ্নীল যখন রিকশায় করে যাচ্ছিল তখন দেখে বাসের জানালার পাশে সেই মেয়েটি বসে আছে। চলন্ত বাস চলে যাচ্ছিল আর স্বপ্নীল শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। তার কিছুই করার ছিল না। আবারও সে তার প্রেয়সী কে কাছে পেয়েও হারিয়ে ফেলেছে।
স্বপ্নীলের বড় ভাই সজলের বাসা থেকে পাত্রী দেখা হচ্ছে। বড় ভাইয়ের বিয়ে দেওয়া হবে। বাসার সবাই মিলে চলে গেল মেয়ের বাড়িতে। যখন পাত্রী তাদের সামনে এসে দাঁড়ালো তখন সজলের হৃদয়টা যেন দুমড়ে গেল। কারণ পাত্রী আর কেউ নয় সেই মেয়েটি। স্বপ্নীলের সেই ভালোলাগার প্রেয়সী। আর স্বপ্নীল তার ভাইয়ের জন্য এই মেয়েকে দেখতে এসেছে। প্রথম দেখাতেই মেয়েটিকে সবার পছন্দ হয়েছে। বিয়ের কথা এগোতে চাচ্ছে সবাই। সজল যেন নিস্তব্ধ হয়ে বসে আছে। কোন কথা নেই তার মুখে। কি বলবে ভেবে পাচ্ছিল না। অন্যদিকে মেয়ে সবার পছন্দ হয়েছে। বিয়ের কথাও এগিয়ে যাচ্ছে। সজল বাড়ি ফিরেছে থেকেই নিজের রুমে নিজেকে বন্ধ করে নিয়েছে। কারো সাথে তেমন কোন কথা বলেনি।
সজল বুঝতে পারছিল না কি করবে। একদিকে তার পরিবার অন্য দিকে তার ভালোবাসার মানুষটি। আর যদি সেই মেয়েটি তাদের বাড়ির বউ হয়ে আসে তাহলে সে নিজেকে সামলে রাখতে পারবে না। সজল সিদ্ধান্ত নেয় দেশের বাহিরে চলে যাবে। বিয়ের আগেই সে বাইরে যাওয়ার প্রস্তুতি নেয়। সজলের এই বদলে যাওয়া সজলের ভাই ভালোভাবেই বুঝতে পারে। এরপর সজলের ডায়েরি পড়ে সবকিছুই জানতে পারে। কিন্তু সজলকে কিছুই বুঝতে দেয় না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। সজলের ভাই সজলকে কোনরকমে আটকে রেখেছে। যাতে করে সে চলে যেতে না পারে। বিয়ের দিন সবাই রেডি হচ্ছে। সজলের ভীষণ মন খারাপ। বাড়ি ভর্তি মেহমান। স্বপ্নীলের মুখে কোন হাসি নেই।
অবশেষে সজলের ভাই এসে পাঞ্জাবিটা হাতে দিয়ে বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে বিয়ের যে দেরি হয়ে যাচ্ছে। এই কথা শুনে সজল অবাক হয়ে যায়। এরপর সজলের ভাই বলে ছোট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি তোর মনের অবস্থা বুঝবোনা সেটা কি করে ভাবলি। অবশেষে সজল তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পায়। মাঝে মাঝে ভালোবাসাগুলো হয়তো এভাবেও পূর্ণতা পায়। অবশেষে স্বপ্নীল তার হারিয়ে যাওয়া প্রেয়সী কে পেয়ে গেছে। আর তার হৃদয়ের ভালোবাসা পূর্ণ হয়েছে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ ভাই এত দেখতেছি পুরা নাটকের মত হয়ে গেল। এরকমভাবে প্রিয় মানুষকে পাওয়া সত্যিকার অর্থেই ভাগ্য লাগে আর এরকম ভাই পাওয়া অবশ্যই কপাল লাগে। সজল তার অবশেষে প্রিয় মানুষকে পেয়ে গিয়েছিল নিজের করে। যাইহোক হারিয়ে যাওয়া প্রেয়সী নামের গল্পটি গুছিয়ে খুবই সাবলীল ভাষায় আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
মাঝে মাঝে গল্প লিখতে ভালো লাগে ভাই। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া গল্পের মধ্যে স্বপ্নীল আর সজল কে নিয়ে এলোমেলো করে ফেলেছেন। সবশেষে বলেছেন সজল তার হারিয়ে যাওয়া প্রেয়সী কে পেয়ে গেছে। এখানে সজল নয় স্বপ্নীল হবে। যাই হোক আপনার লেখা গল্প পড়তে খুব ভালো লাগে। আজকের গল্পটাও খুব সুন্দর ছিল। অবশেষে স্বপ্নীলের ভালোবাসা পূর্ণতা পেয়েছে দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।
আপু আমার লেখা গল্প আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শেষের সময় হয়তো ভুল হয়ে গেছে আপু। ঠিক করে নিয়েছি।
ভাইয়া আপনি আপনার এই গল্পের মধ্যে অনেক জায়গায় স্বপ্নীলের জায়গায় সজলের নাম লিখেছেন। পুরোটা আরো ভালোভাবে পড়ে একটু ঠিক করে নিবেন আশা করছি। এই গল্পটা অনেক ভালো লেগেছে। স্বপ্নীল অবশেষে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে, এটা দেখে বেশি ভালো লাগলো। এরকম সুন্দর গল্প আশা করছি সব সময় শেয়ার করবেন।