DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 টিস্যু ও রঙিন কাগজ দিয়ে একটি ফুলকপির অরিগামি
আসসালামু-আলাইকুম
কেমন আছেন সবাই ???
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ " এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।
বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।
টিস্যু ও রঙিন কাগজ দিয়ে একটি ফুলকপির অরিগামি:
প্রয়োজনীয় উপকরনঃ
১. রঙিন কাগজ
২.পেনসিল
৩.কাঁচি
৪.টিস্যু
৫.আঠা
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে টিস্যু টুকরো টুকরো করে ছবির মতো করে গোল গোল করে নেবো। এরপর আবার অন্য টিস্যু দিয়ে তা পেঁচিয়ে নিলাম।এভাবে সব গুলো করে নিলাম।
ধাপ-২
এরপর আঠা দিয়ে সব একসাথে লাগিয়ে নিলাম।
ধাপ-৩
এরপর সবু্জ রঙের কাগজটিকে চার ভাঁজ করে কেটে নিলাম।
ধাপ-৪
এরপর পেন্সিল দিয়ে পাতা এঁকে নিয়ে কেটে নিলাম।
ধাপ-৫
এবার এই কাগজটিকে চিকন চিকন করে কেটে নিলাম।
ধাপ-৬
এরপর আঠা দিয়ে লাগিয়ে নিলাম।আমার পাতা বানানো হয়ে গেলো।
ধাপ-৭
এবার আঠা দিয়ে পাতা লাগানো শেষ করলাম।
উপস্থাপনাঃ
পোস্ট বিবরন
শ্রেণী | DIY |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে একটি ফুলকপির অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
শীত শেষেও যে ফুলকপি দেখতে পাবো তা ভাবেনি হি হি। সত্যি দারুন হয়েছে টিস্যু ও রঙিন কাগজ দিয়ে এই ফুলকপিটি। এরকম ভিন্ন কিছু ডাই দেখতে খুবই ভালো লাগে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মতামত ব্যক্ত করার জন্য।🤗
টিস্যু ও রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুলদানি তৈরি করেছেন। সত্যি আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর ভাবে এই পোস্টটি ধাপে ধাপে শেয়ার করলেন। আপনার শেয়ার দেখতে পেয়ে আমিও শিখতে পারলাম।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। এটা ফুলকপি বানিয়েছি আমি।
কাগজ দিয়ে যে ফুলকপি তৈরি করা যায় তা তো জানতামই না। আপনি তো ভালই একটি ফুলকপি তৈরি করলেন। আমার কাছে ফুলকপির পাতাগুলো অনেক বেশি সুন্দর লেগেছে। টিস্যু ভাঁজ করে করে যে কত কিছু তৈরি করা যায় কাগজের মাধ্যমে। আসলে ভালোই লাগে এগুলো দেখতে।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে দারুণভাবে টিস্যু ও রঙিন কাগজ দিয়ে একটি ফুলকপির অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলকপি দেখে আমি মনে করছি সত্যিকারের ফুলকপি। এত সুন্দর ক্রিটিভ জিনিস তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
অনেক সুন্দর একটি অরিগামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এখানে আপনি টিস্যু এবং রঙিন কাগজ ব্যাবহার করেছেন। টিস্যু ব্যবহার করে এত সুন্দর জিনিস বানানো যায় এটা জানা ছিল না। আমার কাছে আপনার ফুলকপি সুন্দর লেগেছে। ধন্যবাদ আপু।
আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
টিস্যু ও রঙিন কাগজ দিয়ে একটি ফুলকপির অরিগামি তৈরি করেছেন।খুব অসাধারণ হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ আইডিয়াটা দারুন ছিল আপু অনেক সুন্দর করে টিস্যু এবং রঙিন কাগজ ব্যবহার করে ফুলকপি সবজির দৃশ্য তৈরি করে ফুটিয়ে তুলেছেন। আসলে এই ধরনের কাজে নিজের দক্ষতার অনেক বড় প্রমাণ । আমার কাছে ক্রিয়েটিভ চিন্তাভাবনামূলক কাজগুলো অনেক ভালো লাগে।
সুন্দর মতামত দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু, টিস্যু ও রঙিন কাগজ দিয়ে ফুলকপি তৈরির ইউনিক আইডিয়াটি সত্যিই অসাধারণ ছিল। আর দেখতেও ভীষণ ভালো লাগছে। টিস্যু ও রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি ফুলকপি তৈরি করে তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনার এরকম একটা ইউনিক আইডিয়া দেখে তো আমি একেবারে মুগ্ধ। খুবই সুন্দর একটা আইডিয়া ছিল এটি। টিস্যু ও রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা ফুলকপির অরিগামি তৈরি করে ফেলেছেন দেখছি। এভাবে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। কিন্তু আগে কখনো এরকম কাজ দেখিনি। সত্যিই আপু আপনার অনেক দক্ষতা রয়েছে। আপনার দক্ষতার প্রশংসা অবশ্যই করতে হয়।
ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ্ ফুলকপির দারুন একটি অরিগামি তৈরি করেছেন আপু। টিস্যু পেপার দিয়ে যে এতো সুন্দর অরিগামি তৈরি করা যায়, জানা ছিলনা।আপনার অরিগামি তৈরির প্রক্রিয়া অনেক ভালো লেগেছে আপু।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।