ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " ছাদ বাগানের কিছু ফটোগ্রাফি "
শুভ সকাল সবাইকে
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
ছাদ বাগানের কিছু ফটোগ্রাফিঃ
কানভা দিয়ে বানানো
বন্ধুরা,ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে।তবে বাইরে খুব একটা যাওয়া হয় না।ঈদের পর মামাতো দেবরের বিয়ে, এরপর আব্বুর অসুস্থতা নিয়ে বেশ চাপে ছিলাম।এর মধ্যে বাবার বাসায় গিয়েছিলাম।আর আমার বাবার বাসার ছাদে একটি ছোটখাটো পরিসরে বাগান আছে।আর আমি বাবার বাসায় গেলে ছাদ বাগানে একবার হলেও ঘুরে আসি।বন্ধুরা,আমার বাবার বাসা ওয়ারীতে আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার পোস্ট নিয়মিত পড়েন।বাবার বাসায় গিয়ে সেই সুযোগে ছাদ বাগানের কিছু ফটোগ্রাফি করেছিলাম।সেই বাগানের কিছু ফটোগ্রাফি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আজকাল বাসার বারান্দা কিংবা ছাদে খুব চমৎকার ভাবে বাগান করছে অনেকেই।যার যতটুকু জায়গা আছে সে ততটুকুর মধ্যে ই বাগান করার চেষ্টা করছে।এটা বেশ ভালো উদ্যোগ।ছাদে স্বল্প পরিসরে নানান রকমের গাছ লাগানো যায়। আর এর মধ্যে দিয়ে কিছুটা হলেও সবুজের সান্নিধ্যে থাকা যায়।
সব কিছুই ঠিকঠাক ছিল।কিন্তু আব্বুর হঠাৎ অসুস্থতা আমাদেরকে অনেক বেশি চিন্তায় ফেলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন আব্বু ভালো আছে।আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামীন সকল বালা মুছিবত দূর করে আব্বুর সুস্থতা দান করবেন,আমিন।
আমি বাবার বাসায় গেলে ছাদ বাগানে একবার হলেও ঘুরে আসি।আমার ভীষণ ভালো লাগে সবুজ প্রকৃতির সান্নিধ্যে থাকতে।কিছুটা হলেও তৃপ্তি পাই।আর তাইতো তারই কিছু নির্যাস আপনাদের মাঝে শেয়ার করছি কিছু ফটোগ্রাফি শেয়ার করার মধ্যে দিয়ে।
আমি মনে করি আমার মতো অনেকেই সবুজ প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করেন।প্রকৃতি আমাদের শ্রেষ্ঠ সম্পদ।এই সম্পদের যথাযথ সম্মান আমাদের করা উচিত।
সবুজ প্রকৃতির মতো আকাশ দেখতে ও আমার ভীষণ ভালো লাগে।খোলা আকাশের নীচে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য আমাকে সব সময়ই আকৃষ্ট করে।
আমি বেশ কিছু সময় সেদিন ছাদে ছিলাম।আমার ভীষণ ভালো লাগছিলো।সেদিন অনেক ফটোগ্রাফি আমি করেছিলাম।সবগুলো ফটোগ্রাফি থেকে আজ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার মতো আপনারা ও এই খোলা আকাশ আর সবুজের মুগ্ধতায় কিছু সময়ের জন্য হলেও বিমুগ্ধ হবেন।আমাদের সকলের উচিত গাছ লাগানোর চেষ্টা করা।এই প্রকৃতি শুধু আমাদের মুগ্ধতা ই ছড়িয়ে দেয়না।বেঁচে থাকার শক্তিও যোগায়।তাই আমরা সবাই চেষ্টা করবো গাছ লাগানো ও এর যত্ন করা।
আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | OPPO Reno 4Z 5G |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ওয়ারী, ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আপনার বাবার বাসায় ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর ভাবে বাগানটি সাজিয়েছেন। এখন শহরে কমবেশি সবাই ছাদ বাগান করে থাকেন। আর সেই ছাদ বাগানে বিকালে ঘুরতে এবং সেগুলোর পরিচর্যা করতে অনেক ভালো লাগে। সবুজ প্রকৃতির সান্নিধ্যে থাকতে সত্যিই অনেক ভালো লাগে আর প্রকৃতির সুন্দর্য আমাদের মুগ্ধ করে। ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনাদের ছাদে তো দেখছি অনেক গাছ রয়েছে। ছাদে এরকম সবুজের সমারেহ আসলেই ভালো লাগে দেখতে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। খুব সুন্দর করে ছাদ বাগানটা সাজানো হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ছাদ বাগানের ফটোগ্রাফি শেয়ার করার জন্য
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপু মা-বাবা অসুস্থ হলে ছেলে মেয়ের কাছে অনেক খারাপ লাগে। আপনার বাবা ভালো আছে শুনে খুব ভালো লাগলো। আজকে আপনি আপনার বাবার বাসার সাদের উপর থেকে বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। ছাদের উপর তো বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে খুব ভালো লাগে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার বাবার বাসার ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে আপু। গাছগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি গাছ গুলোর অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি ধারণ করেছেন। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ।