ভ্রমন পোস্ট - " প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।
প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতেঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট মূলত ভ্রমন বিষয়ক পোস্ট। আমরা প্রতিনিয়ত নানান রকমের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মার্কেটে গিয়ে থাকি।সেই রকম একটি ভ্রমন বিষয়ক পোস্ট নিয়ে আজকে হাজির হয়ে গেলাম।বেশকিছু দিন আগে ছেলের ফাইনাল এক্সাম শেষ হওয়ার পর নিউ মার্কেটে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে।সেই বিষয় নিয়েই আমার আজকের ব্লগ।
কোথাও বেড়াতে গেলে সর্বপ্রথম যে জিনিসটির দরকার তা হলো প্রয়োজনীয় কাপড় ক্যারী করতে সুন্দর একটি ব্যাগ দরকার।তাই ছেলের এক্সামের পর স্কুল খোলার আগে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়।আর দূরে কোথাও ঘুরতে গেলে প্রয়োজনীয় জিনিস গুলো নিতে হলে ব্যাগ ভীষণ দরকার।তাই এক্সাম শেষ হলে আমরা নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম।প্রয়োজনীয় লাগেজের সাথে প্রয়োজনীয় আরো কিছু কেনাকাটা আমরা সেদিন করেছিলাম।লাগেজটি তো দেখলেন। কেমন হয়েছে বন্ধুরা?? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে লাগেজটি।
নিউ মার্কেট গিয়েছি আর আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলোতে যাব না তা কিন্তু আমার দ্বারা হয়না।তাইতো সেখানে গিয়ে আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিলাম।চমৎকার চমৎকার ফুল আজকাল দেখতে পাওয়া যায়।চোখ জুড়ানো সব ফুল আর পাতা বাহারের গাছ গুলো সবার দৃষ্টি আকর্ষন করে থাকে।আমার দৃষ্টি কখনো এসব দৃশ্য থেকে এড়িয়ে যায় না।কি বলেন ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে না ?
সেদিন প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে আমি আরো কিছু দোকান ঘুরে ঘুরে দেখছিলাম।আসলে আমরা মার্কেটে গেলে তখন অনেক অনেক জিনিস চোখে পরে যা আমরা নিয়ে থাকি।তা কিন্তু আমাদের লিস্টের বাইরেই থাকে।উপরে যে লাল গোলাপ ফুল গুলো দেখতে পাচ্ছেন তা এতোটাই জীবন্ত লাগছিলো যে আমি বাসার ফুলদানীর জন্য কয়েকটি গোলাপ ফুলের স্টিক নিয়েছিলাম।সেদিন আমাদের কেনাকাটা করতে যাওয়ার মেইন টার্গেট ছিল লাগেজ।লাগেজ তো নিয়েছি দেখলেন।এরপর আরো টুকিটাকি অনেক কিছুই আমি সেদিন নিয়ে এসেছিলাম।কেনাকাটা শেষ হলে আমরা বাসায় চলে এলাম।
কেনাকাটা করার কিছু সুন্দর অনুভূতি আমি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের সকলের কাছে আমার অনুভূতি গুলো ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।আজ এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | ভ্রমন |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | নিউ মার্কেট,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
X-promotion
এটা আপনি ঠিক বলেছেন আপু। বাইরে গেলে আর্টিফিশিয়াল ফুলগুলো যেন অনেক ভালো লাগে দেখতে তাই সেগুলোর ফটো ধারণ করতে মন চায়। চোখের সামনে থাকা আর্টিফিশিয়াল ফুলগুলো যদি ফটোগ্রাফি না করা যায় তাহলে নিজের কাছেই খারাপ লাগবে। অনেক ভালো লাগলো কেনাকাটা করতে গিয়ে এত চমৎকার ফটোগ্রাফি করেছেন দেখে।
এটা আপনি ঠিক বলেছেন আপু। বাইরে ভ্রমণ করতে গেলে ভালো একটি ব্যাগের প্রয়োজন হয়। এক্ষেত্রে আমার একটু বেশি প্রয়োজন হয়ে থাকে। আমি প্রায় প্রত্যেক মাসেই ঢাকা থেকে মেহেরপুরে যাওয়া আসা করি। এখন মেহেরপুর এ অবস্থান করছি। তাই প্রয়োজনীয় জামাকাপড়ের জন্য ভালো ব্যাগ সব সময় দরকার হয় আমার। যাইহোক বাবুর পরীক্ষার পরে ঘুরতে যান,ব্যাগের প্রয়োজন অনুভব করেন। কেনাকাটা করতে গিয়ে অনেক সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলগুলো চমৎকার ছিল।
প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছেন বেশ ভালো হলো আপু। বেশ সুন্দর ব্যাগ কিনেছেন দেখে খুব ভালো লাগলো। যে কোনো জায়গা যাওয়ার জন্য ব্যাগের খুব প্রয়োজন হয়ে থাকে। আর্টিফিশিয়ালি ফুলের বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি । ধন্যবাদ আপনাকে আপু।