কি একটা অবস্থা। মানুষ গুলো এখন অন্যায়ের সাথেই আষ্টেপৃষ্টে থাকতে পছন্দ করে।ভালো উদ্যোগে কম মানুষ ই পাশে পাওয়া যায়। আপনার মতো মানুষের সংখ্যা নেহাৎ কম।কিন্তু আছে বলেই এখনো যেকোনো অন্যায়ের প্রতিবাদে আমরা কিছু মানুষ কে দেখি।চলমান থাকুক ভালো কাজের পক্ষে। একদিন আসবে যখন সবাই তাদের ভুল গুলো বুঝতে পারবে।
চারিদিকে বড্ড বিষবাষ্প ছড়িয়ে গিয়েছে, যার কারণে উল্টাপাল্টা কথা শুনতে হচ্ছে।