কোন মানুষের আচরন খারাপ হলে আমিও সেই মানুষ টিকে আর স্বাভাবিক ভাবে মেনে নিতে পারি না।প্রতিটি মানুষের ই আত্মসম্মান আছে।কথায় আছে, " কথায় চিড়া ভেজানো" - এই কথা দিয়ে বুঝায় সুন্দর কথায় পানি ছাড়া ও চিড়া ভেজানো যায়।তাই মুখের সুন্দর কথা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এটা যখন কারো স্বভাবে না পেয়ে তাকে আমি এভোয়েড করে চলি তখন এটা আমার ভালো অভ্যাস বলেই আমি মনে করি।