You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং পোস্ট ||| বিপদ যেন পিছু ছাড়ছেই না ||| original writing by @saymaakter.
ভালো-মন্দ মিলিয়েই মানুষের জীবন।আর একটার পর একটা ঝামেলা বিপদ আল্লাহ তাকেই দেন যে মানুষটিকে আল্লাহ বেশী ভালোবাসেন।এটা মনে হলে আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে হয় বার বার।আপনার বিপদ মুক্ত আল্লাহ রাব্বুল আলামীন ই করে দিবেন,ইনশা আল্লাহ।সারাদিন পর সুন্দর একটি বাসা একজন মানুষের আশা।এবারের বাসাটি মনের মতো হয়েছে জেনে ভালো লাগলো আপু।সব মুশকিল দূর হোক,সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন এমনটা ই দোয়া করি।
এটা ভেবেই সব সময় নিজেকে শান্তনা দেই এবং ভালো আছি আপু। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বিপদ দেন আর আল্লাহ বিপদ থেকে রক্ষা করবে এটি মনে প্রানে বিশ্বাস করি।