আপনার এমন কাজকে সাধুবাদ জানাই।আমি হলেও এমন কাজে নিজেকে যুক্ত করতে পিছ পা হতাম না।যুব সমাজ আজ মাদকদ্রব্যের কারনে ধ্বংসের পথে।সমাজের লেবাসধারী মানুষের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই - মাদককে না করুন।সমাজে যাদের কে মাদক গ্রহন করতে সহায়তা করছেন এরা আমার,আপনারই ভাই,ছেলে। আসুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হই।
লেবাসধারীরা শুধু পয়সা বোঝে, এদের কাছে বাকি সবকিছুই তুচ্ছ।