আপু আপনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি।তাই এক মাস আগে করা এই মেহেদি ডিজাইনটি আমাদের মাঝে শেয়ার করে নিলেন।আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।আজকের মেহেদি ডিজাইনের ফুল তিনটি দেয়ার পর পরই আর্টটি খুব সুন্দর লাগলো দেখে।এরপর বাকি ডিজাইন গুলো দেয়ার পর আরো বেশী সুন্দর হলো ডিজাইনটি।আপনি ধাপে ধাপে শেয়ার করলেন তাই যে কেউ সহজে এই ডিজাইনটি হাতে দিয়ে নিতে পারবে।ধন্যবাদ আপু শেয়ার করে নেয়ার জন্য।