আপু আপনার আর আপনার বাবুর সুস্থতা কামনা করছি।মা আর বাচ্চা একই সাথে অসুস্থ হলে বিষয়টা ভীষণ কষ্টের।যাই হোক আপনার আজকের এই চোরের ঘটনা শুনে খারাপ ই লাগলো। চোর এতো বৃদ্ধি পেলো আবার।সবাইকে আসলে সাবধানতা অবলম্বন করা উচিত।চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে হলে সবাইকে সচেতন থাকতে হবে।