সত্যি দাদা আজ অনেকদিন পর আপনার রেসিপি দেখতে পেলাম।রেসিপি করা সময় সাপেক্ষ ব্যাপার।রেসিপিতে পরিশ্রম একটু বেশীই হয়।আপনি আজ রুই মাছের মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন।কাঁঠালের বিচি ভর্তা আমার ভীষণ পছন্দ। আপনি একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে।যেকোনো মাছ রান্নায় আলু,বেগুন দিলেই মজা হয়।আপনি সাথে ফুলকপি,কাঁঠালের বিচি দিলেন রেসিপিটি খেতে তো আরো বেশী সুস্বাদু হলো।রেসিপির ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি।আমার কাছে তো ভীষণ ভালো লাগলো।চমৎকার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই দাদা।