ফুচকা,চটপটি হলো মুখরোচক খাবার।আর এই খাবারের ফটোগ্রাফি দেখলে যে কারো জিভে জল চলেই আসে।যেমন আমার এখন এলো। 😋ভালোই করেছেন খেয়ে।মন চাইলে তা সাথে সাথেই করতে হয়।আর খাবোই যখন একদিনে বেশী খাওয়াই ভালো তৃপ্তি নিয়ে।আর এই চকলেট আমার ছেলে ও সেদিন নিয়েছিল।চোখ দেখে আমার ও ভালো লেগেছিল।কিন্তু ভেতরে অন্য। বাচ্চারা তো অপ্রয়োজনীয় খাবারই বেশী পছন্দ করে থাকে।আপনার অনুভূতি গুলো ভালো লাগলো আপু।