সত্যি ই ভাইয়া শীতের সময়টাতে বারবিকিউ পার্টি হলে মন্দ হয়না।বন্ধুরা মিলে চমৎকার আয়োজন করেছেন।আপনারা ছিলেন ১১ জন।তাই হয়তো পরিমানে কম পেয়েছেন।কিন্তু আনন্দটা ছিল ১০০℅ এটা বলতে পারি।সবাই মিলে বেশ উপভোগ করেছেন সেই অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।