এমন স্যার, ম্যাডাম সব জায়গাতেই মনে হয় আল্লাহ একজন করে পাঠিয়ে দেন আপু।যাদের দেখলে মনটা ও শান্তি পায়।প্রিয় স্যারকে কেক উপহার দিলেন। স্যার খুব আনন্দিত হয়েছিলেন।তিনি আপনাদেরকে চা খাওয়ালেন।আসলে আপনার মন ভালো ফলাফলে এমনিতেই ভালো ছিল।তার উপরে প্রিয় স্যারের এই অ্যাপায়ন দিনটি খুব ভালো কেটেছিল বুঝতে পারলাম আপু।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
বিশেষ করে প্রফেসর এর থ্যাংকস দেওয়াটা ছিলো মন ছুঁয়ে যাওয়ার মতোন।