অনেক ব্যস্ততা,দৌড়াদৌড়ি করে একদিনে দুটো পরীক্ষা শেষ হওয়ার পর পেটেও তেমন খাবার না পরলে মাথাটা তখন হ্যাং হয়ে যায় আপু।তখন মনে হয় জীবন কেন?? কেন বেঁচে থাকা?? কি হবে এতো কিছু দিয়ে?? ইত্যাদি ইত্যাদি। এরপর যখন খেয়ে দেয়ে চাঙা হয়ে যায়। তখন আবার চলতে শুরু করে।বেঁচে থাকতে হলে এগিয়ে যেতে হবে আসলে তা বুঝতে পারে।তবে সব অবস্থায় শুকরিয়া খুব জরুরী।প্রয়োজনের বেশী আশা করে কষ্ট বাড়িয়ে কি লাভ মানুষের, আমি বুঝি না।
হাহাহা,এই তো জীবন!