সত্যি ই আপু ভালোবাসাটা উপলব্ধির বিষয়। ভালোবাসা বলার মতো নয়।অনুভূতি দিয়ে অনুভব করতে হয়।আপনার কাজিন আপনার পুডিং খাবার ব্যাপারটি বুঝে নিজেই তৈরি করে এনে দিল।এটা তো পরম পাওয়া রাত ২ টার সময়।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে আর আপনার কাজিন কে।🥰