একদম সত্যি ভাইয়া যার হারায় একমাত্র সেই ই বোঝে হারানোর কষ্ট।প্রতিটি মূহুর্তে স্মৃতিগুলো চোখে ভেসে আসে।আর চোখ জলে ছলছল করে উঠে।আপনার খালাম্মার জন্য দোয়া করি আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন,আমিন।আর তার পরিবারের সবার উপর আল্লাহ শান্তি বর্ষিত করুন।আর ধৈর্য ধারন করার শক্তি দিন,আমিন।