এমন অনেক জিনিস আছে যা কিনা চোখের সামনে চলে এলে পুরনো স্মৃতি মনে পরে যায়।আপনার বেলায় ও তেমন কিছুই হয়েছে।তবে একটি কথা আমি সব সময় মনে করি যেকোনো সিরিয়াস পেসেন্টের কাছে কোন ডাক্তার যদি আন্তরিকতার সাথে তার সমস্যা গুলো শুনতে আগ্রহী হয় সেই পেসেন্ট অনেকটা ই সুস্থ হতে বাধ্য। বাঁচবে না মারা যাবে সেটা একান্ত ই মহান আল্লাহ রাব্বুল আলামীনের হাতে।সুন্দর আচরনের দ্বারা যদি একজন মানুষ কে বাঁচার সাহস জোগাতে পারে তা একমাত্র একজন আন্তরিক ডাক্তারই পারেন।আপনার মধ্যে সবাই হয়তো তেমন কিছুই পেয়েছিল।আর এজন্য কঠিন সময়ে আপনাকেই খুঁজেছিল।শখের আর প্রয়োজনীয় জিনিসটির হাত বদল হলো।আশাকরি সেই মানুষটি এর মূল্য বুঝবে।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
শখের জিনিসগুলো যখন উপযুক্ত মানুষের হাতে যায়, তখন নিজের থেকে একপ্রকার শান্তি পাওয়া যায় আপু।