আগের পোস্ট যদিও পড়া হয়নি।তবে এখন জানতে পারলাম আপনি মেসে থাকছেন।অনেক মেয়েরাই লেখাপড়ার সুবিধার্তে মেসে থাকেন।প্রথম মেস ছেড়ে এখন দ্বিতীয় নাম্বার মেসে আছেন।মন মানসিকতা একই রকম না হলে মেস কেন কোথাও দুটো মিনিট থাকা যায় না।আমার কখনো মেসে থাকা হয়নি।তবে আপনার অনুভূতি পড়ে বুঝলাম আপনি এখন ভালো আছেন।সবাইকে নিয়ে হাসি-আনন্দে মেতে থাকুন এই কামনাই করি।ধন্যবাদ সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
জি আপু ঠিক বলেছেন, ধন্যবাদ।