সত্যিই ভাইয়া আমরা ও গিয়েছিলাম আনন্দ মিছিল নিয়ে বেলা ২ টার পর টি এস সির দিকে।ঢাকার সব মানুষ আজ পথে নেমে গেছে।আমরা ফিরে এসেছি ৫ টায়।বাসায় আসার পর পরই জায়গায় জায়গায় আগুন,ভাংচুরসহ নানা কর্মকান্ড শুরু করে দেয় একদল মানুষ। এটা ঠিক নয় আমাদের জন্য। নৈরাজ্য নয়,শান্তি চাই। দেশের সুখ সমৃদ্ধি ফিরে আসুক এমনটাই আশাকরি।