এই গরমে বাইরে বের হওয়া সত্যি ই খুব কষ্টকর।কিন্তু ডাক্তার দেখাতে হলে তো বের হতেই হবে।তবে সারাটা দিন কেটে গেলো এটা ভেবে খারাপ লাগলো।সকলা বেলা টেস্ট করানো,রিপোর্ট নিয়ে ডাক্তার দেখানো।এর মাঝে দুজন কিছু খেয়ে নিলেন এতে কিছুটা স্বস্তি। নয়তো আরো বেশী ক্লান্ত লাগতো।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
জ্বি আপু,, খাওয়া-দাওয়া করে রেস্টুরেন্টে কিছুটা সময় কাটিয়েছিলাম জন্য খুব বেশি খারাপ লাগেনি।