একবার না পারিলে দেখো শতবার আপু নিরাশ হবেন না।আমি কাছাকাছি থাকলে আপনাকে হাতে-কলমে শিখিয়ে দিতাম।আমি যেভাবে করি এক গ্লাস পরিমান দুধের সাথে চারটা ডিম।তবে অবশ্যই আগে ডিম আর চিনি ব্লেন্ড করে নিতে হবে।এরপর দুধ মিশিয়ে ব্লেন্ড করবেন।ইনশাআল্লাহ পারফেক্ট হবে পুডিং।আশাকরি আবার চেষ্টা করবেন।
সহজ রেসিপি দেখে এমন ভাবে তৈরি করেছি যে ব্যর্থ হলাম। আপনার বলা রেসিপি অনুযায়ী একদিন ট্রাই করবো আপু।