RE: ডাব সহিত একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
দাদা কলকাতা ৫০ ডিগ্রি? 😯 এতো মহা গরম।আপনাদের কলকাতাতে তো এমনিতেই অনেক গরম।আর এখন তো আরো বেশীই হওয়ার কথা।মানুষ সব সিদ্ধ হয়ে যাচ্ছে।এ সময় ঠান্ডা পানি না খেয়ে নরমাল পানি ও ডাবের পানি খাওয়া বেশ উপকার।গরমে বাইরে না গিয়ে অনলাইনে কেনাকাটা করে ভালো ই করেন।আমিও অনলাইনে ই করি বেশি।তবে কোন কিছু অর্ডার করলে দিনে দিনে করলে পাওয়ার সম্ভাবনা থাকে।আপনি রাতে করলেন তাই শেষ হয়ে গেছে।যাই হোক ডাব খাওয়াকে কেন্দ্র করে ডাবের চমৎকার আর্ট করলেন।যদিও হাল্কা লাগার কারনে আপনি ডাবের সহিত কালারফুল ম্যান্ডেলা আর্ট করলেন।আর্টটি কিন্তু দারুন হয়েছে।আপনি চমৎকার আর্ট করতে পারেন।আর্টটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। কালারফুল হওয়াতে আর্টটি খুবই সুন্দর হয়েছে।আমার কাছে ভীষণ ভালো লেগেছে।👌 ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময়।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।