ক্লাস শেষ করে ক্ষুধা পেয়ে গেলে কিছু তো খেতে হবেই।তবে খাবার দুটোই কিন্তু ভীষণ মজার। আর বললেন ফ্রেস ছিল দুটো খাবারই।তবে তো কোন কথাই নেই।তবে আজ রোজা থেকে এতো মজার খাবার দেখে লোভ দেয়া যাবে না,হিহিহি।আপনার কাছে পাস্তা বেশি ভালো লাগলেও আপনার বন্ধুর কাছে কিন্তু চিকেন ফ্রাইটি বেশি ভালো লেগেছিল। তারপরেও বলবো ওভারঅল দুটো খাবারই ভীষণ মজার ছিল।