আমি কিন্তু ভোরেই উঠি।ভোরে উঠলে আলাদা রকমের অনুভূতি হয় মনের মাঝে। সপ্তাহে ছুটির দুই দিন ৮/৯ টায় উঠি।যাক দিদির শ্বশুর-শ্বাশুড়িকে ঢাকার বাসে তুলে দিতে সকালে উঠলেন।আর অনুভূতিতে ভালো লাগা ছিল বললেন।সত্যি কথা বলতে সকালের ঘুমটা ভীষণ আরামের এই শীতের সময়টাতে। কিন্তু উঠে গেলে আরো বেশী আরামের হয় মনের অনুভূতিগুলোর।আসলে বাইরে বের না হলে বোঝা যায় না কত মানুষ শীতকে উপেক্ষা করে বাইরে আছে।ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
এটা ঠিক আপু, একবার উঠে গেলে আর প্রবলেম হয় না। না উঠলেই যত আলসেমি মাথা চারা দেয়। অনেক ধন্যবাদ আপু সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।