আপু অলসতা আমার মাঝে একদম নেই।আমি খুব অ্যাক্টিভ একজন মানুষ। সময় মতো কাজ না করতে পারলে আমার কোন কিছুই ভালো লাগে না।নিজের ভালো তো পাগলেও বোঝে।তাই নিজেকে ভালো রাখতে আমি টাইম টু টাইম সব কাজ গুছিয়ে করে নেই।দু এক সময় কিছুটা অলসতা করতে গেলেও অভ্যাসের কারনে আবার ঠিক রুটিনেই চলি।নিজেকে অ্যাক্টিভ করে দেখুন ভালো লাগবে।ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
আপনি একটিভ এটা আপনার পোস্ট দেখেই আমরা বুঝতে পারি আপু,এটা আপনার খুব ভালো একটি দিক।আপনার পরামর্শটি গ্রহণ করলাম আপু,ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য সবসময়।