You are viewing a single comment's thread from:
RE: রেসিপি পোস্ট- লাউ এবং আলু দিয়ে মুরগি মাংস রান্নার রেসিপি || Prepare tasty recipe by @maksudakwasar||
আপু শীতের সময়টাতে কচি লাউ দিয়ে মুরগির মাংস খেতে ভীষণ স্বাদের হয়।আমিও রান্না করি।এই লাউ দিয়ে শোল,কই মাছ ও দারুন লাগে খেতে।আপনি আপনার বোনের কাছে শুনে খুব সুন্দর ভাবে রেসিপিটি করে নিয়েছেন। আবার আমাদের মাঝে শেয়ার ও করলেন। আশাকরি খুব মজা করে খেয়েছেন। আপনি আবার রেসিপির মধ্যে আলু ও দিয়েছেন। আলু যদি না ও দিতেন তাও কিন্তু রেসিপিটি খুব স্বাদেরই হতো।ধন্যবাদ আপু এই শীতে লাউ,মুরগি রান্নার চমৎকার রেসিপিটি শেয়ার করার জন্য।
প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে পাশ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।