এই প্রথম আপনি বাড়ি ছেড়ে তিন মাস ধরে বাইরে।মন তো ছটফট করবেই।আপনি সবার সাথে তাল মিলিয়ে ট্রেনে যাবেন বলে ঠিক করলেন।আগে আগে বের হয়ে গেলেও ট্রেন এলো তিন ঘন্টা লেট করে।খুবই দুঃখের বিষয়। জার্নিতে আমিও ঘুমাতে পারিনা।যাই হোক চিরচেনা নিজ গ্রামে পা দিয়ে অনুভূতি খুব ভালোই ছিল।কিন্তু অপেক্ষায় ছিলাম বাড়িতে যাওয়ার পর বাকিদের অনুভূতি জানার।🙂 সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।