নুডুলসের চাইতে স্প্যাগেটি আমার খুব পছন্দ। আমিও বাসায় রান্না করি।খেতে ভীষণ ভালো লগে।আপনার রেসিপিটি খুব লোভনীয় হয়েছে আপু।আপনি বেশকিছু উপকরন দিয়ে স্প্যাগেটি রেসিপি রান্না করলেন।খেতে খুব মজা হয়েছে দেখে বেশ বুঝতে পারছি।অনেক ধন্যবাদ আপু মজার স্বাদের রেসিপিটি শেয়ার করার জন।
রেস্টুরেন্টে গিয়ে বেশ কয়েকবার খেয়েছিলাম ভালোই লাগে।তাই বাসায় বানানোর ট্রাই করেছি আপু।খেতে বেশ ভালো হয়েছিলো।ধন্যবাদ আপু।