অনেকটা দিন পর কবিতা পেলাম।কবিতাটা অসাধারণ লেগেছে।প্রতিটি লাইন বিরহে পরিপূর্ণ। বিরহের কবিতাই সেরা।খুব ভালো লেগেছে। তবে এই লাইনগুলো মনের গভীরে গিয়ে লেগেছে।অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
ভেজা আর হলো না প্রিয়া তোমার সাথে এই ঝুম বরষায়,
তোমার চূর্ন ভেজা কুন্তলে হলো না তো বাঁধা কদম ফুলের কোনো
বিস্রস্ত খোঁপা আজ।
তোমার আমার জীবনে কত শ্রাবণ এলো আর গেলো।
তবু, হাতে হাত রেখে এক সাথে ভেজা আর হলো না ।