আমার কাছে চাঁদ রাত বেশি আকর্ষনীয় লাগে।এই দিনটি নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আমার খুব ভাল লেগেছে।নবাবী সেমাই কখনও বানানো হয়নি।কারন সবাই ঈদে ফিরনী খেতে পছন্দ করে।তবে একদিন বানাব।আমার খুব ভাল লাগে।আপনার বানানো নবাবী সেমাই বেশ লোভনীয় হয়েছে আপু।আপনি ছোট ভাই আর বাবার কথা চিন্তা করে রান্না করলেন।আর চাঁদ রাতে তো মেহেদী হাতে পরতেই হয়।নয়ত ঈদ ঈদ মনে হয়না। ছোট বোনটি যে মেহেদী খুব পছন্দ করে তা তার চুপটি করে বসে থাকা দেখেই বুঝতে পেরেছি। খুব সুন্দর হয়েছে দুজনের হাতের মেহেদী। দুজন কেই ঈদ মোবারক আর একবার।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।