আপনার ফুপুর বাড়িতে যাওয়ার অনুভূতি পড়ে আমার খুব ভাল লাগলো ভাইয়া।আপনি যখন বললেন, ফুপুর হাসি মুখের কথা তখন আমি যেন একটি হাসি মুখ দেখতে পেলাম।সব আত্নীয়-স্বজনদের বাসায় যেতে হয়।আমার ভাইয়া ও এমন কোথাও যেতে চাইতো না।যাই হোক এত রোদে বাইক নিয়ে গেলেন সান গ্লাস নিলেন না, এটা কেমন কথা হলো?? ভাবি মনে করে দেবে না?? আহারে। আপনি কাঁচা আম নিয়ে এসেছেন।কিন্তু কাঁচা আমে মরিচ দেয় জানি কিন্তু পেঁয়াজ দেয় কি?? বলবেন তো।