এটা তো খুব সত্যি আপু " অলস মস্তিস্ক শয়তানের কারখানা "। ব্যস্ততা বেশি থাকলে আমরা বিরক্ত হয়ে যাই একটু অবকাশের জন্য। আবার ফ্রি থাকলেও আমাদের ভাল লাগে না।ব্যস্ততা নিয়ে আসলে যেভাবে ভাল থাকা যায়, তাই আমাদের করা উচিত।সুন্দর সময় কাটুক ব্যস্ততার মাঝেও ধন্যবাদ আপু।
হ্যা,আর এমন আলসেমী না আসার জন্যেই ব্যস্ত থাকাটা প্রয়োজন।