RE: গ্যাংটকের এমজি মার্গ এর কিছু ফটোগ্রাফি
কেমন আছেন দিদি, আশাকরি ভাল আছেন।আপনি আজ বেশকিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, যা কিনা অদ্ভুত রকমের সুন্দর লাগছে।আপনি আপনার পরিবারের সাথে বড়দিনের ছুটিতে ১০ দিনের জন্য সিকিম ঘুরতে গিয়েছিলেন।কিন্তু তখন অনেক বেশি কুয়াশা ছিল। আপনারা গ্যাংটকের কিছু জায়গায় গিয়ে সেখানে গ্যাংটকের এমজি মার্গ শপিং স্পটে গিয়েছিলেন।এখানকার মার্কেটগুলো এত বড় আর এত সুন্দর যে কলকাতাকেও হার মানায়।এই মার্কেট এত সুন্দর হওয়ার কারন হচ্ছে লাইটিং ও ফুল দিয়ে সাজানো। এই মার্কেট থেকে আপনি বুদ্ধ মুর্তি ও কিনেছিলেন।এখানে ভাল ভাল ব্রান্ডের চা ও পাওয়া যায়, আপনি তাও নিলেন।তখন খুব শীত পড়াতে শীতের খুব আনকমন শীতের পোশাক সেখানে অনেক ছিল।আপনি শীতের কাপড়ও নিলেন।মার্কেটের বেশকিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, অসাধারণ হয়েছে ফটোগ্রাফিগুলো। দিদি অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আর আপনার অনুভুতি গুলো শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনাকে।