দিদি দীঘা পরিবারের সবাই মিলে গেলেন, খুব মজা হয়েছে ছবি দেখেও বোঝা যাচ্ছে। পরিবারের সবাই মিলে কোথাও গেলে আসলে অনেক আনন্দ হয়।আপনি অনেক আগে একবার গিয়েছিলেন, ১১ বছর আগে। আজ এতদিন পর পরিবারের সাথে গেলেন জেনে খুব ভাল লাগলো। আপনারা ছোটরা একটা কামড়াতে ছিলেন,তবে তো অনেক আনন্দ হয়েছে।ট্রেনে অনেক খাওয়া- দাওয়া ও গল্প করে খুব সুন্দর সময় কাটিয়েছেন। সুন্দর মূহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি। অনেক শুভকামনা রইল আপনার জন্য। 🥰