প্রথমে আপু বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনার মত আমার ও এমন ফিল হয়।ডিসেম্বর আসে, শীত ও আসে।কিন্তু আগের মত আর ফিলটা পাওয়া যায় না।আপনি কথাগুলো খুব গুছিয়েই লিঁখেছেন। আপনার এই কথায় সাথে অনেকেই একমত হবেন।স্কুলে ফাইনাল এক্সামের পর আনন্দই আনন্দ ছিল। এখন আর সেই দিন নেই।অনেক ধন্যবাদ আপু।