আপু এই রেসিপিটি আমিও দেখেছিলাম সেদিন।সেই ব্লগার আপু বলছিলো এটা বেশ কিছুদিন রেখে ও খাওয়া যাবে।তিনি ও অনেক খানিই বানিয়েছিলেন।আর বানানোর সাথে সাথেই ভাত দিয়ে মেখে খেয়েছেন,হিহিহি।আমি ও ঝাল খুব পছন্দ করি।আমি করবো একদিন রেসিপিটি।এই রেসিপিটি যাদের জ্বরে মুখ নষ্ট হয়ে যায় তাদের জন্য পারফেক্ট রেসিপি।আপনি খুব চমৎকার ভাবে রেসিপিটি তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আপনাকে মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।
জ্বী আপু সেই ব্লগারের রেসিপি দেখেই রেসিপি তৈরি করেছিলাম। মহিলার খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছা করছিল জন্য ঝটপট বানিয়ে নিলাম।