সত্যি আপু পরীক্ষা শেষ তো আরেক ঝামেলা।বাচ্চারা সব একসাথে হয় আর যন্ত্রনা ও দেয়।আপনি বেশকিছুদিন আগে বৃক্ষমেলায় গিয়েছিলেন সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। এ রকম ছোট ছোট গাছে ফল ঝুলে থাকতে দেখলে সত্যি ভীষণ ভালো লাগে। আর লটকন তো আমার খুব পছন্দ ও।এমন লটকন গাছ একটা থাকলেই হয়।ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে আমার কাছে।অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।