সবকিছুর দাম বাড়তি।তারপরেও রোজা রেখে সবাই ইফতার করবে দাম হলেও কিনতে হচ্ছে।আপু আপনার বাজার সম্বন্ধে কোন ধারনা ই নেই।কারন আপনি তো কেনাকাটা করেন না তাই।আমি অনলাইন অর্ডার করি প্রায় সময়। তাই আমার ধারনা আছে।যাক প্রয়োজনীয় সবকিছু কিছু কিছু এনেছেন জানতে পারলাম পোস্ট পড়ে। ধন্যবাদ আপু অনুভুতি গুলো শেয়ার করার জন্য।
জি আপু অনলাইন অর্ডার করলে সত্যি কোন ভোগান্তি হয় না। আর দাম তো সব জায়গায়। ধন্যবাদ আপু।