মনটা অশান্ত হলে প্রকৃতির মাঝে ঘুরে এলে মনটা ফ্রেস হয়ে যায়। ট্রেনের জার্নি আমারও ভীষণ ভালো লাগে।তবে একবারই ট্রেনে শখ করে চট্টগ্রাম গিয়েছিলাম। তবে এখন গরম তাই বাচ্চাদের জন্য একটু ঝামেলার বটে।আর বাচ্চাদের সব সময় ঘরে রাখলে তারা বাইরে ঝামেলার মধ্যে অস্বস্তি ফিল করে।সব সময় নিয়ে ঘুরবেন সবকিছুতে অভ্যস্থ হয়ে যাবে।আপনার ননদের বাড়ির এলাকা খুব সুন্দর প্রকৃতিতে ঘেরা বললেন।আশাকরি ফটোগ্রাফি শেয়ার করলে দেখা যাবে। আপনার মনকে আল্লাহ শান্ত করে দিন,আমিন।