😋 " বিয়ে বাড়ির স্টাইলে খাসির রেজালার রেসিপি "

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

বিয়ে বাড়ির স্টাইলে খাসির রেজালার রেসিপিঃ


CollageMaker_20241218224134524.jpg

20241218_150830.jpg

20241218_150814.jpg

20241218_150708.jpg

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে।আজকের রেসিপি বিয়ে বাড়ির স্টাইলে খাসির রেজালা রেসিপিটি।খাসির রেজালা ভীষণ পছন্দ আমার।তবে খাসির মাংস খুবই কম খেয়ে থাকি।খাসির মাংস মূলত খাসির রেজালা খেতেই আনা হয়েছিল।তাই রেসিপিটি তৈরি করেছিলাম।আর খেতে দারুন স্বাদের হয়েছিল।তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেই।আমার মনে আছে একবার শ্বশুরবাড়ি খাসি কুরবানি দেয়া হয়েছিল।আমি আমার মতো করেই সামান্য মাংস নিয়ে রেজালা করেছিলাম।সেই সময় যারা আমার রেসিপিটি খেয়েছিল।তারা এখনো সেই রেজালার স্বাদের কথা আমাকে বলে।আর এটা ও বলে এমন সুস্বাদু রেজালা আর কখনও খায়নি।এখনো নাকি সেই স্বাদ মুখে লেগে আছে।সত্যি ই তাই।কারন আমার পরিবারের সবাই সেই রেসিপিটি খেয়ে খুব প্রশংসা করেছিল।তাই বাইরের মানুষরা যে মিথ্যা বলেনি তা কিছুটা বুঝতে পেরেছিলাম।সেদিনের রেসিপি আর আজকের রেসিপিটি অনেকটাই ভিন্ন। কারন আজকের এই রেসিপিটিতে আমি বেশকিছু উপকরন বেশী এড করেছি।কারন এই রেসিপিটি বিয়ে বাড়ির স্টাইলে করা হয়েছে।আসুন দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১.খাসির মাংস - ১ কেজি
২. তেল -- আন্দাজ মতো
৩. হলুদ গুঁড়া - এক চামচ
৪.মরিচের গুঁড়া - দুই চামচ
৫.. লবন - আন্দাজ মতো
৬.পেঁয়াজ কুচি - ৫/৬ টি
৭. টমেটো কুচি - ২টি
৮.সাদা সরিষা - ১ চামচ
৯. কাঁচা মরিচ - ৪/৫ টি
১০. আদা বাটা - ২ চামচ
১১. রসুন বাটা - ১ চামচ
১২. জিরা পেস্ট - ১ চামচ
১৩. জয়ত্রি - সামান্য
১৪. টক দই - ১ কাপ
১৫. চিনি - সামান্য
১৬. বাদাম - তিন রকমের
১৭. গরম মসলা
১৮. কিসমিস - সামান্য

20241218_133608.jpg

20241218_134459.jpg

20241218_134444.jpg

20241218_133638.jpg

20241218_133712.jpg

20241218_133655.jpg

20241218_133649.jpg

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20241218_133627.jpg

20241218_134517.jpg

আমি প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি।এরপর তিন রকমের বাদাম,সাদা সরিষা,জয়ত্রি,সামান্য পেঁয়াজ কুচি একসাথে ব্লেন্ড করে নিয়েছি।

ধাপ -- ২


20241218_140554.jpg

প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি।এরপর তাতে গরম মসলা ও আদা-রসুন-জিরা পেস্ট দিয়ে ভুনা করে নিয়েছি।

ধাপ -- ৩


20241218_140647.jpg

20241218_140836.jpg

20241218_140904.jpg

এরপর হলুদ-মরিচের গুঁড়া আর বাদাম আর সরিষার পেস্ট দিয়ে মসলা গুলো ভালো মতো ভুনা করে নিব।

ধাপ -- ৪


20241218_140919.jpg

20241218_141348.jpg

মসলা ভুনা হয়ে এলে টমেটো কুচি দিয়ে ভুনা করে নিব।এরপর ধুয়ে রাখা মাংস দিয়ে মসলার সাথে ভালো করে ভুনা করে নিতে হবে।

ধাপ -- ৫


20241218_141717.jpg

20241218_141720.jpg

20241218_142333.jpg

মসলা ভালো মতো ভুনা হয়ে এলে টক দই দিয়ে আবার নেড়েচেড়ে ভুনা করে নিলাম।

ধাপ -- ৬


20241218_142414.jpg

20241218_142709.jpg

টক দই দিয়ে সামান্য চিনি ও দিয়ে দিলাম।এবার মাংস সিদ্ধ হতে পরিমান মতো পানি দিয়ে দিলাম।

ধাপ -- ৭


20241218_150025.jpg

20241218_150037.jpg

মাংস সিদ্ধ হয়ে পানি টেনে এলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিলাম।আর এরই মধ্যে দিয়ে আমার এই বিয়ে বাড়ির স্টাইলে খাসির রেজালার রেসিপিটি তৈরি করা শেষ হলো।

রেসিপিটি খেতে কিন্তু দারুন স্বাদের হয়েছিল।একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশাকরি।আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করলাম।

পরিবেশনা


photocollage_20241218224554441.jpg

20241218_150541.jpg

20241218_150413.jpg

20241218_150405.jpg

20241218_150323.jpg

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভাল লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 yesterday 

বিয়ে বাড়ির স্টাইলের রান্না বাসায় করে ফেলেছেন দেখছি। খাসির রেজালা আমার ভীষণ ভালো লাগে। তবে বাসায় কখনো ট্রাই করা হয়নি। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপিটা দেখে। খুবই লোভনীয় লাগছে রেসিপিটা। বাসায় একদিন ট্রাই করে দেখব। আপনাকে ধন্যবাদ আপু সুস্বাদু এই রেসিপি শেয়ার করার জন্য।

 9 hours ago 

একদিন ট্রাই করবেন আপু। আশাকরি ভালো লাগবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 
 yesterday 

CollageMaker_20241219105631294.jpg

 yesterday 

আপনার তৈরি খাসির রেজালা দেখেই লোভনীয় মনে হচ্ছে।মনে হচ্ছে গরম ভাত নিয়ে আপনার তৈরি কাজের রেজালা নিয়ে বসে যায়,আর পেট এবং মন ভরে খাওয়া দাওয়া করি।যাইহোক মজাদার এবং লোভনীয় খাসির রেজালা রেসিপি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 hours ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 yesterday 

খাসির রেজালা দেখে অনেক ভালো লাগলো। সত্যি আপু রেস্টুরেন্টের জিনিস গুলো যদি ঘরে তৈরি করা যায় তাহলে তো কথায় নেই। আসলে নিজের হাতে তৈরি খাবারের তুলনা হয় না। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 hours ago 

নিজের হাতে তৈরি করা খাবার আমার ভীষণ পছন্দ আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

খাসির রেজালা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি তো দেখছি বিয়ে বাড়ির স্টাইলে খাশির রেজালা রেসিপি তৈরি করেছেন। যা দেখে আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে। রেসিপিটা দেখেই বুঝতে পারছি অনেক বেশি লোভনীয় ছিল। নিশ্চয়ই এটা খেতে দারুন লেগেছিল।

 9 hours ago 

সত্যিই খুব স্বাদের হয়েছিল। ধন্যবাদ আপু।

 yesterday 

খাসির মাংস রেসিপি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি মজার খাসির রেজালার রেসিপি করেছেন। তবে যে কোন অনুষ্ঠানে খাসির মাংস রেসিপি চেয়ে বাড়িতে তৈরি করলে ওই রেসিপি খেতে বেশি মজা লাগে। আবার এই ধরনের রেসিপি দিয়ে রুটি গরম পরোটা এবং গরম ভাত খেতে অন্যরকম মজা লাগে। সত্যি আপনার রেসিপি কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। মজার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 hours ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 yesterday 

বিয়ে বাড়ির স্বাদে খাসির রেজালা রেসিপি টি চমৎকার হয়েছে। আমিও খাসির রেজালা রান্না করেছিলাম একদিন খেতে দারুণ হয়েছিল। বিয়ে বাড়ির স্বাদে খাসির রেজালা করেছেন খুব লোভনীয় হয়েছে রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 9 hours ago 

অনেক ধন্যবাদ দিদি।সুন্দর মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 97001.71
ETH 3368.75
USDT 1.00
SBD 3.07