আমার ছেলেবেলা -- 📚 " ছেলের নতুন বই পেয়ে ছেলেবেলায় নতুন বই পাওয়ার স্মৃতিতে হারিয়ে যাওয়া "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।ছেলেবেলার কিছু স্মৃতি আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আমি বিশ্বাস করি আমার আজকের এই স্মৃতি রোমন্থনের পোস্টটি পড়লে আপনাদের অনেকেরই ছেলেবেলার কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠবে।
ছেলের নতুন বই পেয়ে ছেলেবেলায় নতুন বই পাওয়ার স্মৃতিতে হারিয়ে যাওয়াঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ ছেলেবেলার স্মৃতি রোমন্থন। আমার এই স্মৃতি রোমন্থনের ব্লগটি পড়লে আপনারা হয়তো অনেকেই সেই ছেলেবেয়ায় হারিয়ে যাবেন।আসলে ছেলেবেলাটা অনেক মধুর।অনেক ভালো লাগা স্মৃতি মনের মাঝে আছে যা এখনো যেকোনো কিছুর মধ্যে দিয়ে মনে পরে যায়।মনে আনন্দের শিহরণ জাগায়।প্রতিটি মানুষের জীবনে ছেলেবেলার সময়গুলো অনেক বেশি সোনালী দিনের।সেই ছেলেবেলার কিছু স্মৃতি নিয়েই আমার আজকের ব্লগ।
এইতো কিছুদিন আগে ছেলের নতুন ক্লাসের বই হাতে পেলাম।নতুন বই পেয়ে ছেলের যতটা না আনন্দ হয়েছে আমি যেনো তার চেয়ে বেশী আনন্দিত সেদিন হয়েছিলাম।বই পেয়ে নতুন বইয়ের গন্ধ নিচ্ছিলাম।সেই এক অন্য রকম অনুভূতি। সেই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই।আজকালকার ছেলে মেয়েরা এতো বেশী নানান ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে যে, নতুন বই পাওয়ায় সেই রকম আনন্দ তারা পায় না।আমাদের সময়টাতে কোন ডিভাইস ছিল না যে তা নিয়ে ব্যস্ত থাকবো।আমরা পড়ার ফাঁকে সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম।
নতুন বই পেয়ে সেদিন বই নেড়েচেড়ে দেখতাম সারাদিন।নতুন ব্যাগ কিনতে হবে সেই ভাবনা কাজ করতো মনে।বাংলা বই নিয়ে আমি ছবি গুলো দেখতে থাকতাম।আগের সময়ের বই গুলোতে বেশীর ভাগ গ্রামীণ পরিবেশের ছবি দেয়া থাকতো।সেই দৃশ্য গুলো আমাকে খুব বেশী আকৃষ্ট করতো।বইয়ের ছবিতে দাদা-দাদির আদর, সুন্দর সময় কাটানো, এসব দৃশ্য অনেক বেশী ভালো লাগতো আমার।দাদা -দাদির আদর একসাথে আমার কখনো পাওয়া হয়নি।আমার বাবা যখন অনেক ছোট সেই সময়ে আমার দাদা মারা গিয়েছিলেন।সেই সুখ অনুভূতি গুলো আমি বাংলা বইয়ের ছবির মাঝে খুঁজে পেতাম।
নতুন বইয়ের মাঝে বাড়ির আঙিনায় সবজি ও ফল -ফুলের গাছ লাগাতে দেখলেও আমার খুব ভালো লাগতো।কারন আমি শহরে বড় হয়েছি।গ্রামীন পরিবেশ তাই খুব বেশী আকৃষ্ট করতো আমাকে।আমি এখনো ছেলের বই হাতে পেয়ে সময় নিয়ে দেখছিলাম আর ছেলেকে বলছিলাম,"তুমি বই পেয়ে কেন বই গুলো দেখছো না।নতুন বই পেয়ে দেখার ইচ্ছে জাগছে না কেন তোমার??"ছেলে আমাকে বলল,"মামনি যখন পড়বো, তখনই দেখবো।এখন বই রেখে দাও।" খুব ভালো লাগেনি আমার এই কথাগুলো।এই বয়সেও এসে যেখানে এতো এতো ডিভাইস থাকা সত্ত্বেও নতুন বই দেখার আগ্রহ আমার এক বিন্দু ও কমেনি।সেখানে এ সময়ে এসে ছেলের এতো অনিহা আমাকে একটা জিনিস মনে করিয়ে দিয়েছে।আর সেটা হলো - আমাদের ছেলেবেলায় কোন ডিভাইস ছিল না বলে আমি নতুন বইয়ের নতুন গন্ধ নিতে এখনো আগ্রহ নিয়ে বসে থাকি।আর এখনকার বাচ্চারা নানান ডিভাইসের মধ্যে বড় হওয়াতে তারা ডিভাইসের প্রতি আগ্রহ নিয়ে বসে থাকে।নতুন বইয়ের নতুন অনুভূতি তাদেরকে আকৃষ্ট করতে পারে না।তারা আগ্রহ নিয়ে বসে থাকে নতুন কোন কোন ডিভাইস এসেছে তার খবর নিয়ে।এই হচ্ছে সেকাল আর একালের পার্থক্যের কারন।
আমার ছেলেবেলায় নতুন বইয়ের প্রতি যেমন আগ্রহ ছিল,এখন ও ঠিক তেমন আগ্রহই আছে।আমি জানি এই আগ্রহ আমার থাকবে আজীবন।অনুভূতি গুলো নিজের মতো করে শেয়ার করে নিলাম।আশাকরি এই অনুভূতি গুলো পড়ে আপনাদের মাঝেও কিছু অনুভূতি জেগে উঠেছে।আমার অনুভূতি গুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পোস্ট বিবরন
শ্রেণী | আমার ছেলেবেলা |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।আমার ছেলেবেলার অনুভূতি গুলো পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
নতুন বই পাওয়ার আনন্দটাই অন্যরকম। ছোটবেলায় যখন নতুন বই হাতে পেতাম তখন প্রথম দিনে সবগুলো বই উল্টে পাল্টে দেখতাম। তবে বর্তমান জেনারেশনে বাচ্চাদের মধ্যে এই অনুভূতিটা নেই। বিভিন্ন ডিভাইসে সময় দিতে গিয়ে তারা সুন্দর এই অনুভূতিগুলো উপভোগ করতে পারে না। আপনার পোস্ট পড়ে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। খুব সুন্দর কিছু অনুভূতি শেয়ার করেছেন আপু।
মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।
ছোটবেলায় যখন নতুন বই পেতাম তখন সেই বইয়ের যে সুগন্ধ আমার অনেক পছন্দ ছিল। নতুন বই পেলে এদিক ওদিক উল্টে পাল্টে সারাক্ষণ বইগুলো দেখতাম। আর বর্তমানের বাচ্চারা নিজের বইগুলো আনলেই আমাদের মত করে এত দেখে না তারা মোবাইল নিয়ে বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে ব্যস্ত। ছেলের নতুন বই পেয়ে আপনি ছোটবেলার কথাগুলো মনে করেছেন এবং আপনার পোস্টটি পড়ে আমারও মনে পড়ে গেল। মাঝেমধ্যে নতুন কিছু কাগজ বা পোস্টার এর মধ্যে নতুন বইয়ের গন্ধটা পাওয়া যায় আর সেই গন্ধটা নাকে এলে ছোটবেলার নতুন বইয়ের কথা মনে পড়ে যায়।